Ajker Patrika

হুইপের তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ৩৩
হুইপের তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

জাতীয় সংসদের হুইপ সাংসদ সামশুল হক চৌধুরীর তথ্য পাচারের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে হুইপের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত সোমবার এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার দুই সহোদর হলেন মেহেবুবুর রহমান ও আবদুল দয়ান। তাঁরা একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী গ্রামের বাড়িতে আসেন। সেখানে উপস্থিত এক ব্যক্তির গতিবিধি পুলিশের কাছে রহস্যজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে দুটি ডিভাইস উদ্ধার করে পুলিশ। যেখানে হুইপের বিভিন্ন কথাবার্তা রেকর্ড পাওয়া যায়।

মামলার অভিযোগে বলা হয়, ১ নম্বর আসামি মেহেবুবুর ৬৩ হাজার টাকার বিনিময়ে হুইপের সম্মানহানির জন্য তাঁর ছোট ভাইকে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে হুইপের বাড়িতে পাঠান। দয়ান হুইপের কাছাকাছি অবস্থান করে তাঁর কথোপকথন রেকর্ড করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত