Ajker Patrika

অন্তরার আড়ালে ফারিয়া শাহরিন

মীর রাকিব হাসান, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৩৮
Thumbnail image

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘দৈনিক তোলপাড়’, ‘এয়ারকম’সহ একাধিক ধারাবাহিক নাটকেও দেখা গেছে তাঁকে। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হচ্ছেন ফারিয়া শাহরিন। আজ থেকে ফ্রুটিকা নিবেদিত অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর প্রচার হতে যাচ্ছে। নাটকটি দেখা যাবে বাংলাভিশনে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৮টা ২৫ মিনিটে। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে।

 আগের সিজনের মতো এবারও অন্তরা চরিত্রে হাজির হচ্ছেন ফারিয়া শাহরিন। এতে যুক্ত হওয়ায় তিনি যেমন আলোচিত হয়েছেন, তেমনি ২০০৭ সালের পর আবার তাঁর ক্যারিয়ারের পথচলায় গতি ফিরে পেয়েছেন বলে জানালেন ফারিয়া। তিনি বলেন, ‘আমাকে দেখলেই সবাই অন্তরা বলে সম্বোধন করেন। আমিও ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছি।’ ধারাবাহিকে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমি মালয়েশিয়াতে পড়াশোনা করার সময়ই এ নাটক সম্পর্কে জানতে পারি। তৃতীয় সিজনে আমি যুক্ত হই। প্রথমে ধারাবাহিকের প্রডিউসার মাসুদুল হাসান যোগাযোগ করে জিজ্ঞেস করেন, “তুমি কি নোয়াখাইল্লা ভাষায় কথা বলতে পারো?” আমি বললাম, ভাইয়া, আমি নোয়াখাইল্লাই। আমার বাবা-মা দুজনেই নোয়াখাইল্লা। এরপর, অমি ভাই আমাকে কল দিয়ে চরিত্রটি বুঝিয়ে দিলেন। বললেন, “আমাদের ব্যাচেলর পয়েন্ট টিম নোয়াখালী যাচ্ছি। ওখানকার ওয়ান অব দ্য প্রিটিয়েস্ট মেয়ের ক্যারেক্টার করবে তুমি। যার জন্য সব ছেলে পাগল। রোকেয়া নামের একটা ক্যারেক্টার আছে, তার বান্ধবীর ক্যারেক্টার।’’ সাধারণত বান্ধবীর ক্যারেক্টার অনেকে করতে চায় না। কিন্তু আমি এই ধারাবাহিকের এত ভক্ত ছিলাম যে রাজি হয়ে গিয়েছি। ওরা যখন ফেসবুকে পোস্ট করল অন্তরা কামিং.., দেশ-বিদেশ থেকে আমার বন্ধু-শুভানুধ্যায়ীরা আমাকে নক করে অভিনন্দন জানাতে শুরু করল। আমি তো অবাক! এত পপুলার!’

 ফারিয়া আরও বলেন, ‘আমি কিন্তু খুবই ভদ্র মেয়ে, তবে একটু মাথা গরম। অন্তরা থেকে একদমই বিপরীত। তবে অন্তরার জন্য এত ভালোবাসা পেয়েছি যে সাধারণ দর্শকেরা ফারিয়া শাহরিন নামটাই ভুলে গেছেন। ফারিয়া নামটি আড়ালে গিয়ে আমাকে সবাই অন্তরা নামে ডাকছেন।’ প্রায়ই পথঘাটে মধুর অভিজ্ঞতা দেয় এই চরিত্রটি। একবার উবারে চড়লেন। নামার পর চালক ভাড়া নিতে চান না। তিনি অন্তরাকে চোখের সামনে দেখেছেন, এটাই নাকি তার জন্য অনেক শান্তির। ফারিয়া বলেন, ‘এসব অভিজ্ঞতা একজন শিল্পী হিসেবে আমার জন্যও শান্তির। চরিত্রটায় যে সাফল্য পেয়েছি, কোনো কাজ আমাকে এতটা সফলতা এনে দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত