Ajker Patrika

আত্মবিশ্বাসের অন্য নাম কারাতে

অনন্যা দাস
আত্মবিশ্বাসের অন্য নাম কারাতে

ব্রুস লি। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেদহীন ছিপছিপে এক মানুষের ছবি, যিনি খালি খালি দুখানা হাত দিয়ে পিটিয়ে চলেছেন প্রতিপক্ষের খারাপ মানুষদের! ব্রুস লি মানেই কারাতের জবরদস্ত এক প্রদর্শনী। কিন্তু খেয়াল করলে দেখবেন, প্রতিপক্ষের যম এ মানুষটি ভীষণ আত্মবিশ্বাসী। তাঁর আত্মবিশ্বাসের কাছেই অর্ধেক মানুষ কুপোকাত হয়ে যায়।

ব্রুস লি কারাতে বিষয়টিকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুললেও শব্দটি জাপানি ভাষার। এর বাংলা অর্থ ‘খালি হাতে’। কারাতে জিনিসটাও মূলত খালি হাতে আত্মরক্ষার এক সুপ্রাচীন কৌশল।
বলে রাখা ভালো, কারাতে শুধু পুরুষ মানুষের আত্মরক্ষার কৌশল নয়। একসময় তেমন একটি সংস্কার থাকলেও এখন এটি নারী, পুরুষ, শিশু বা যে কারও শেখার বিষয়।

কেন শিখবেন কারাতে

আজকাল সোশ্যাল মিডিয়া বা সংবাদপত্রে আমরা নারীদের সঙ্গে হওয়া বিভিন্ন ঘটনার কথা পড়ছি ও দেখছি। এসব নেতিবাচক সংবাদ আমাদের পথঘাটে চলাচলের সময় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ফলে নারীরা রাস্তায় একা চলাচলের সময় অসহায় বোধ করেন। কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটা মোকাবিলা করতে পারেন না।

আমাদের দেশের নারীরা শারীর গঠনের পদ্ধতিগত কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন না বললেই চলে। ফলে বয়স তিরিশ পেরোতেই বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তাঁরা।

অন্যদিকে শহরের রাস্তায় চলাচলে অনেক সময় বিভিন্ন অনিরাপদ ও বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। সেসব ক্ষেত্রে নিজের শক্তির ওপর আত্মবিশ্বাস থাকলে আরও সহজে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন অনেকেই।

কারাতে শিখলে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে সেটা সাহসের সঙ্গে মোকাবিলা করা এবং পরিস্থিতি প্রতিকূল দেখলে কী করবেন, ঠান্ডা মাথায় তা ভাবতে পারবেন। কারণ কারাতের চর্চা শুধু আত্মরক্ষা করতেই শেখায় না, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতেও শেখায়।

এ প্রসঙ্গে কথা হয়, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের প্রশিক্ষক রেজাউল করিমের সঙ্গে। তাঁর মতে, শারীরিক ফিটনেস বাড়াতে ইদানীং কারাতে শেখার আগ্রহ বাড়ছে; বিশেষ করে নারীদের মধ্যে এই আগ্রহ বেশি কাজ করছে। শুধু তা-ই নয়, শহরে বাইরে খেলাধুলার পরিবেশের অভাব থাকায় বেশির ভাগ শিশু শারীরিক চর্চার সঙ্গে জড়িত নেই। তাই বিকল্প হিসেবে অনেক মা-বাবা তাঁদের সন্তানকে কারাতে শেখাতে উৎসাহ বোধ করছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল থেকেও আজকাল শিক্ষার্থীদের ফিটনেস বাড়াতে কারাতে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। 

সপ্তাহজুড়ে কিংবা ছুটির দিনে

কর্মজীবী নারীরা সাধারণত নিজেদের ছুটির দিনগুলোতে ক্লাস করার চেষ্টা করে থাকেন। আবার অনেক মা নিজেদের মেয়েশিশুদের ছোট থেকেই কারাতে শেখাতে দিয়ে দিচ্ছেন। সে ক্ষেত্রে মেয়েশিশুদের জন্য আলাদা করে কোনো ক্লাসের ব্যবস্থা নেই। তবে একটু বড় হওয়ার পরে ছেলে আর মেয়েদের আলাদাভাবে কারাতে শেখানো হয় বলে জানালেন রেজাউল করিম।

শেখার বয়স ও ফিটনেস

মূলত চার বছরের ওপরে বয়স এমন যে কেউ চাইলে কারাতে প্রশিক্ষণে ভর্তি হতে পারবে। কারাতে শেখার জন্য আগে থেকেই নির্দিষ্ট মাত্রার ফিটনেস থাকতে হবে, এমন কোনো কথা নেই।

রেজাউল করিম জানান, কারাতে শিক্ষার মাধ্যমে মোটামুটি ধরনের ফিটনেস পেতে আনুমানিক তিন থেকে ছয় মাস লেগে যেতে পারে। কে কত দ্রুত জিনিসগুলো রপ্ত করতে পারছে, সেটা নির্ভর করে তারা কতটুকু নিয়মিত অনুশীলন করছে, সেটার ওপর। আর কারাতের সর্বোচ্চ সম্মাননা বা ব্ল্যাক বেল্ট পেতে সাধারণত লেগে যায় দুই বছর। এরপরও কেউ চাইলে কারাতে প্রশিক্ষণ চালিয়ে যেতে পারে।

কোথায় শিখবেন

ঢাকায় কারাতে শেখার অনেক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। আত্মরক্ষার জন্য বলা হলেও কারাতে খেলা, ব্যায়াম এমনকি চিত্তবিনোদনের মাধ্যম হিসেবেও বিখ্যাত। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সপ্তাহে ছয় দিন কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়।

মিরপুর ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, কমলাপুর, মোহাম্মদপুর, লালবাগ, উত্তরাসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের তত্ত্বাবধানে কারাতে শেখানো হয়। তবে শুধু বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনই নয়, বাংলাদেশ কারাতে ফেডারেশন, উশু ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশনসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে সারা দেশে স্কুলপর্যায়ে ও বিভিন্ন স্টেডিয়ামে কারাতে এবং অন্যান্য আত্মরক্ষার কৌশল শেখানো হয়। 

কিছু প্রতিষ্ঠান

  • বাংলাদেশ কারাতে ফেডারেশন, ফোন: ০২-৯৫৬০২৪৪
  • ঢাকা সিতোরিউ কারাতে একাডেমি, লালমাটিয়া, যোগাযোগ: ০১৭৭৭৯৭৬৮৬৬, গুলশান, যোগাযোগ  ০১৭৯১৭১৯৪২৯,
  • বাংলাদেশ উশু ফেডারেশন, যোগাযোগ: ০১৯৭২১৮২৯৯০
  • বাংলাদেশ জুডো ফেডারেশন, যোগাযোগ: ৯৫৮৭১৪৬
  • চায়নিজ কুংফু অ্যান্ড উশু স্কুল, মোহাম্মদপুর, যোগাযোগ: ০১৬৭৪৮৪২১৩২
  • ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার, মগবাজার, যোগাযোগ: ০১৭১৮২৯৩৭৮৬
  • ব্ল্যাক বেল্ট একাডেমি, গুলশান, যোগাযোগ: ০১৮১৭৫১৯৭৬২, উত্তরা, যোগাযোগ: ০১৯৩২০০০০৩২
  • এম কে সিতেরিউ কারাতে একাডেমি, যাত্রাবাড়ী, যোগাযোগ: ০১৭১৭৩৫১৫৮৭, ০১৬৮০৮১৯৬৯৮

খরচ কত
কারাতে শেখার জন্য এককালীন ভর্তি ফি স্থান ও প্রতিষ্ঠানভেদে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই খরচের মধ্যে সাধারণত কারাতের পোশাক তৈরির খরচ অন্তর্ভুক্ত থাকে। আর মাসিক খরচ ৩০০ থেকে ২ হাজার টাকার মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত