সম্পাদকীয়
পূর্ব বাংলার, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলমানদের স্বার্থ আদায়ে বিশ শতকের গোড়ার দিকে নেতৃত্বের হাল ধরেন নবাব স্যার সলিমুল্লাহ। দরিদ্র, শোষিত বাঙালি মুসলমানদের মুক্তির স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্র নির্মাণে তাঁর অবদান অনন্য।
পূর্বপুরুষদের জমিদারি ব্যবস্থা তাঁর সময়ে এসে ব্যাহত হয়েছিল। তাই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিতে বাধ্য হন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর তিনি নবাব এস্টেটের দায়িত্ব পান। এই দায়িত্ব পাওয়ার পরপরই ঢাকার সব মহল্লায় তিনি স্থাপন করেছিলেন নৈশ বিদ্যালয়। পূর্ব বাংলার বৈষম্যের শিকার মানুষের উন্নতির জন্য তিনিই প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান। তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী করেছিল।
হিন্দু ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদের সময়ে পূর্ব বাংলার বঞ্চিত মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বোধ জাগ্রত করতে তাঁর নেতৃত্বেই ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘অল-ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’। এই সম্মেলন শেষে তাঁর প্রস্তাবে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’। তাঁর একক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ রোপিত হয়েছিল।
বর্তমান প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠাতেও তাঁর পরিবারের দান অপরিসীম ছিল। কারণ অর্থাভাবে যখন এই প্রতিষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না, তখন তাঁর পিতা সে সময় ১ লাখ ১২ হাজার টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি মারা গেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন।
ঢাকার সমাজজীবনে পঞ্চায়েত পদ্ধতি প্রবর্তনে নবাব সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। তিনি খেলাধুলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদ উৎসব, বায়োস্কোপ প্রদর্শনী এবং নাট্যাভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে উদারহস্তে পৃষ্ঠপোষকতা করতেন।
পিছিয়ে পড়া মুসলমান সমাজের জন্য তাঁর মন ব্যাকুল থাকলেও তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এ কারণে হিন্দুধর্মাবলম্বীরাও তাঁর নেতৃত্বকে মেনে নিতে কার্পণ্য করেনি। ব্রিটিশ সরকার তাঁকে সিএসআই, নবাব বাহাদুর, কেসিএসআই ও জিসিএসআই উপাধি দেয়। সমাজসংস্কারক এই মানুষটি ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
পূর্ব বাংলার, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলমানদের স্বার্থ আদায়ে বিশ শতকের গোড়ার দিকে নেতৃত্বের হাল ধরেন নবাব স্যার সলিমুল্লাহ। দরিদ্র, শোষিত বাঙালি মুসলমানদের মুক্তির স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্র নির্মাণে তাঁর অবদান অনন্য।
পূর্বপুরুষদের জমিদারি ব্যবস্থা তাঁর সময়ে এসে ব্যাহত হয়েছিল। তাই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিতে বাধ্য হন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর তিনি নবাব এস্টেটের দায়িত্ব পান। এই দায়িত্ব পাওয়ার পরপরই ঢাকার সব মহল্লায় তিনি স্থাপন করেছিলেন নৈশ বিদ্যালয়। পূর্ব বাংলার বৈষম্যের শিকার মানুষের উন্নতির জন্য তিনিই প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান। তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী করেছিল।
হিন্দু ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদের সময়ে পূর্ব বাংলার বঞ্চিত মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বোধ জাগ্রত করতে তাঁর নেতৃত্বেই ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘অল-ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’। এই সম্মেলন শেষে তাঁর প্রস্তাবে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’। তাঁর একক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ রোপিত হয়েছিল।
বর্তমান প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠাতেও তাঁর পরিবারের দান অপরিসীম ছিল। কারণ অর্থাভাবে যখন এই প্রতিষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না, তখন তাঁর পিতা সে সময় ১ লাখ ১২ হাজার টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি মারা গেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন।
ঢাকার সমাজজীবনে পঞ্চায়েত পদ্ধতি প্রবর্তনে নবাব সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। তিনি খেলাধুলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদ উৎসব, বায়োস্কোপ প্রদর্শনী এবং নাট্যাভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে উদারহস্তে পৃষ্ঠপোষকতা করতেন।
পিছিয়ে পড়া মুসলমান সমাজের জন্য তাঁর মন ব্যাকুল থাকলেও তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এ কারণে হিন্দুধর্মাবলম্বীরাও তাঁর নেতৃত্বকে মেনে নিতে কার্পণ্য করেনি। ব্রিটিশ সরকার তাঁকে সিএসআই, নবাব বাহাদুর, কেসিএসআই ও জিসিএসআই উপাধি দেয়। সমাজসংস্কারক এই মানুষটি ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫