Ajker Patrika

পাথরঘাটায় উদ্যোক্তা সম্মেলন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
পাথরঘাটায়  উদ্যোক্তা সম্মেলন

বরগুনার পাথরঘাটায় ‘অনলাইন হাটবাজারে’র উদ্যোক্তা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সংকল্প ট্রাস্টের মিলনায়তনে কেক কেটে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় সেরা উদ্যোক্তাদের ক্রেস্ট দেওয়া হয়।

উদ্যোক্তা নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন। এতে বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল, পাথরঘাটা নিউজের সম্পাদক তারিকুল ইসলাম কাজি রাকিব, ইসমাইল সিকদার এসমে, রেজাউল ইসলাম রাজু, আল-আমিন ফোরকান প্রমুখ।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন বলেন, পাথরঘাটার এই অনলাইন হাটবাজারের উদ্যোক্তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার মাইলফলক হিসেবে কাজ করবেন। উপকূলীয় পাথরঘাটার এই অজপাড়া গাঁয়ে এমন একটি অনলাইন হাট-বাজার চালু হবে যা ভাবাও ছিল কঠিন। কিন্তু শতাধিক তরুণ উদ্যোক্তা বাস্তবে এর প্রতিফলন দেখিয়েছেন।

আয়োজকেরা জানান, পাথরঘাটা অনলাইন হাট-বাজার প্রথমবারের মতো ২০২০ সালের শুরুর দিকে পাথরঘাটার প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য নিয়ে কাজ শুরু করে। এতে প্রায় শতাধিক উদ্যোক্তা কাজ করে স্বাবলম্বী হয়েছে। উদ্যোক্তা খান মোহাম্মদ ফরহাদ বলেন, ‘পাথরঘাটায় আমরাই অনলাইন হাট-বাজার নামে প্রথম অনলাইন গ্রুপ চালু করেছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত