আয়নাল হোসেন, ঢাকা
জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’
জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪