রাজশাহী প্রতিনিধি
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামীকাল ২৫ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত এই সেতুর উদ্বোধন করবেন। সেদিন রাজশাহীতেও আয়োজন করা হবে অনুষ্ঠানের।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হবে এ অনুষ্ঠান। এখান থেকে পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেওয়া হবে। জেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করছে। এতে প্রায় ৩০ হাজার মানুষের সমাবেশ হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আলাদাভাবে সমবেত হবে। গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হচ্ছে। গম্ভীরা ও গণসংগীতের মাধ্যমে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে বাসিন্দাদের সেতু উদ্বোধনের শুভবার্তা দেওয়া হচ্ছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকেও নগরীতে মাইকিং করে এ বার্তা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ২৫ জুন সকাল ৯টায় নগরীর রেলগেটে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকেই সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেওয়া হবে। সেখানে সেতু নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর ব্যান্ড দল ‘ত্রিমাত্রিক’ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। রাত ৮টায় আকাশ আলোকিত হবে আতশবাজিতে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, সেতুর উদ্বোধন উপলক্ষে তথ্য অধিদপ্তর থেকে ৭ দিন ধরে পুরো নগরীতে মাইকিং করার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারে কোনো ত্রুটি রাখা হয়নি। স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে সেতুর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিতরণ করা হয়েছে কার্ড।
কল্যাণ চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম হবে। যে আনন্দের বার্তা নিয়ে পদ্মা সেতু আসছে সেই বার্তা যেন সবাই ভাগ করে নিতে পারি সে ব্যবস্থাই করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগ জেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেবে। তবে নগর আওয়ামী লীগ আলাদাভাবে অনুষ্ঠান করবে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘২৫ জুন নগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করবেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হবে। আমরা পাঁচ মণ মিষ্টির ব্যবস্থা করেছি। অনুষ্ঠান যতক্ষণ চলবে ততক্ষণ মিষ্টি বিতরণ করা হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানে অংশগ্রহণ করব। জাতির স্মরণীয় মুহূর্তটি আমরা সবাই উপভোগ করব। জেলার সব উপজেলা পর্যায়েও অনুষ্ঠান, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ চলবে।’
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামীকাল ২৫ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত এই সেতুর উদ্বোধন করবেন। সেদিন রাজশাহীতেও আয়োজন করা হবে অনুষ্ঠানের।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হবে এ অনুষ্ঠান। এখান থেকে পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেওয়া হবে। জেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করছে। এতে প্রায় ৩০ হাজার মানুষের সমাবেশ হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আলাদাভাবে সমবেত হবে। গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হচ্ছে। গম্ভীরা ও গণসংগীতের মাধ্যমে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে বাসিন্দাদের সেতু উদ্বোধনের শুভবার্তা দেওয়া হচ্ছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকেও নগরীতে মাইকিং করে এ বার্তা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ২৫ জুন সকাল ৯টায় নগরীর রেলগেটে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকেই সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেওয়া হবে। সেখানে সেতু নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর ব্যান্ড দল ‘ত্রিমাত্রিক’ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। রাত ৮টায় আকাশ আলোকিত হবে আতশবাজিতে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, সেতুর উদ্বোধন উপলক্ষে তথ্য অধিদপ্তর থেকে ৭ দিন ধরে পুরো নগরীতে মাইকিং করার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারে কোনো ত্রুটি রাখা হয়নি। স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে সেতুর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিতরণ করা হয়েছে কার্ড।
কল্যাণ চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম হবে। যে আনন্দের বার্তা নিয়ে পদ্মা সেতু আসছে সেই বার্তা যেন সবাই ভাগ করে নিতে পারি সে ব্যবস্থাই করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগ জেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেবে। তবে নগর আওয়ামী লীগ আলাদাভাবে অনুষ্ঠান করবে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘২৫ জুন নগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করবেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হবে। আমরা পাঁচ মণ মিষ্টির ব্যবস্থা করেছি। অনুষ্ঠান যতক্ষণ চলবে ততক্ষণ মিষ্টি বিতরণ করা হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানে অংশগ্রহণ করব। জাতির স্মরণীয় মুহূর্তটি আমরা সবাই উপভোগ করব। জেলার সব উপজেলা পর্যায়েও অনুষ্ঠান, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ চলবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪