Ajker Patrika

সভাপতি-সম্পাদকসহ ১১ পদ বিএনপির, ৪টি পেল আ.লীগ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫৭
সভাপতি-সম্পাদকসহ ১১ পদ বিএনপির, ৪টি পেল আ.লীগ

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ ১১টি পদে জয় পেয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ একটি যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও দুজন সদস্য পদে জয় পেয়েছে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৩৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুর রহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট আজম খান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গুলজার আহমদ জুয়েল পেয়েছেন ২১৬ ভোট।

জ্যেষ্ঠ সহসভাপতি পদে অ্যাডভোকেট সামছুদ্দিন আহমদ ৩৫৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নির্মল চন্দ্র মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। সহসভাপতি পদে ৩১৭ ভোট পেয়েছেন অ্যাডভোকেট আলী হোসেন, অ্যাডভোকেট মো. হোসেন পেয়েছেন ২৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহিদ উল্যা বাবু ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জামায়াত প্রার্থী তাকরীর হোসেন পেয়েছেন ২৬২ ভোট। ২৯০ ভোটে সহসাধারণ সম্পাদক হয়েছেন সারওয়ার উদ্দিন দিদার, ২৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আরিফুল হক, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ৩২৪ ভোট পেয়ে জাকির হোসেন রহিম, ৩৩৮ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ওমর খালেদ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন ৩২৯ ভোট পেয়ে আবদুল খালেক মিরণ।

এ ছাড়া সদস্য পদে রেজাউল করিম মিয়াজি ২৬৩, বিলকিস জাহান সূচি ২৬২, এ এন এম এনাম হোসেন ৩০১, আবুল হাসান ২৫৩ এবং ইদ্রিস মোল্লা ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত