নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ ১১টি পদে জয় পেয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ একটি যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও দুজন সদস্য পদে জয় পেয়েছে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৩৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুর রহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট আজম খান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গুলজার আহমদ জুয়েল পেয়েছেন ২১৬ ভোট।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে অ্যাডভোকেট সামছুদ্দিন আহমদ ৩৫৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নির্মল চন্দ্র মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। সহসভাপতি পদে ৩১৭ ভোট পেয়েছেন অ্যাডভোকেট আলী হোসেন, অ্যাডভোকেট মো. হোসেন পেয়েছেন ২৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহিদ উল্যা বাবু ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জামায়াত প্রার্থী তাকরীর হোসেন পেয়েছেন ২৬২ ভোট। ২৯০ ভোটে সহসাধারণ সম্পাদক হয়েছেন সারওয়ার উদ্দিন দিদার, ২৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আরিফুল হক, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ৩২৪ ভোট পেয়ে জাকির হোসেন রহিম, ৩৩৮ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ওমর খালেদ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন ৩২৯ ভোট পেয়ে আবদুল খালেক মিরণ।
এ ছাড়া সদস্য পদে রেজাউল করিম মিয়াজি ২৬৩, বিলকিস জাহান সূচি ২৬২, এ এন এম এনাম হোসেন ৩০১, আবুল হাসান ২৫৩ এবং ইদ্রিস মোল্লা ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ ১১টি পদে জয় পেয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ একটি যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও দুজন সদস্য পদে জয় পেয়েছে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৩৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুর রহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট আজম খান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গুলজার আহমদ জুয়েল পেয়েছেন ২১৬ ভোট।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে অ্যাডভোকেট সামছুদ্দিন আহমদ ৩৫৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নির্মল চন্দ্র মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। সহসভাপতি পদে ৩১৭ ভোট পেয়েছেন অ্যাডভোকেট আলী হোসেন, অ্যাডভোকেট মো. হোসেন পেয়েছেন ২৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহিদ উল্যা বাবু ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জামায়াত প্রার্থী তাকরীর হোসেন পেয়েছেন ২৬২ ভোট। ২৯০ ভোটে সহসাধারণ সম্পাদক হয়েছেন সারওয়ার উদ্দিন দিদার, ২৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আরিফুল হক, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ৩২৪ ভোট পেয়ে জাকির হোসেন রহিম, ৩৩৮ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ওমর খালেদ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন ৩২৯ ভোট পেয়ে আবদুল খালেক মিরণ।
এ ছাড়া সদস্য পদে রেজাউল করিম মিয়াজি ২৬৩, বিলকিস জাহান সূচি ২৬২, এ এন এম এনাম হোসেন ৩০১, আবুল হাসান ২৫৩ এবং ইদ্রিস মোল্লা ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫