Ajker Patrika

‘শিক্ষার্থীর সাফল্যই একজন শিক্ষকের বড় প্রাপ্তি’

খুবি প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৪
Thumbnail image

শিক্ষার্থীর সাফল্যই শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ড. মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার খুবির ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক মানুষের জন্য শিক্ষাজীবন গুরুত্বপূর্ণ। এ সময় দৈহিক বৃদ্ধি সাধনের পাশাপাশি মানসিক বিকাশও সাধিত হয়। মানুষের সৃজনশীলতা ও গুণাবলির বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীরা জীবনে প্রতিষ্ঠিত হলে তাঁদের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিষয়টি সবচেয়ে আনন্দের হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘মেধা ও সৃজনশীলতার মাধ্যমে উদ্ভাবন ও নিজে উদ্যোক্তা হতে পারলে চাকরি করার পরিবর্তে চাকরি দেওয়া সম্ভব।’ এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের পেশাগত জীবনে জ্ঞান ও দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী নিলয় কুমার সরকার এবং স্মৃতিচারণামূলক বক্তব্য দেন আরবে শিক্ষার্থী অর্ণব।

অনুষ্ঠানে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা। পরে শিক্ষা সমাপনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সত্যম’-এর মোড়ক উন্মোচন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত