খুবি প্রতিনিধি
শিক্ষার্থীর সাফল্যই শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ড. মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার খুবির ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক মানুষের জন্য শিক্ষাজীবন গুরুত্বপূর্ণ। এ সময় দৈহিক বৃদ্ধি সাধনের পাশাপাশি মানসিক বিকাশও সাধিত হয়। মানুষের সৃজনশীলতা ও গুণাবলির বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীরা জীবনে প্রতিষ্ঠিত হলে তাঁদের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিষয়টি সবচেয়ে আনন্দের হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘মেধা ও সৃজনশীলতার মাধ্যমে উদ্ভাবন ও নিজে উদ্যোক্তা হতে পারলে চাকরি করার পরিবর্তে চাকরি দেওয়া সম্ভব।’ এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের পেশাগত জীবনে জ্ঞান ও দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী নিলয় কুমার সরকার এবং স্মৃতিচারণামূলক বক্তব্য দেন আরবে শিক্ষার্থী অর্ণব।
অনুষ্ঠানে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা। পরে শিক্ষা সমাপনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সত্যম’-এর মোড়ক উন্মোচন করা হয়।
শিক্ষার্থীর সাফল্যই শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ড. মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার খুবির ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক মানুষের জন্য শিক্ষাজীবন গুরুত্বপূর্ণ। এ সময় দৈহিক বৃদ্ধি সাধনের পাশাপাশি মানসিক বিকাশও সাধিত হয়। মানুষের সৃজনশীলতা ও গুণাবলির বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীরা জীবনে প্রতিষ্ঠিত হলে তাঁদের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিষয়টি সবচেয়ে আনন্দের হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘মেধা ও সৃজনশীলতার মাধ্যমে উদ্ভাবন ও নিজে উদ্যোক্তা হতে পারলে চাকরি করার পরিবর্তে চাকরি দেওয়া সম্ভব।’ এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের পেশাগত জীবনে জ্ঞান ও দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী নিলয় কুমার সরকার এবং স্মৃতিচারণামূলক বক্তব্য দেন আরবে শিক্ষার্থী অর্ণব।
অনুষ্ঠানে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা। পরে শিক্ষা সমাপনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সত্যম’-এর মোড়ক উন্মোচন করা হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪