Ajker Patrika

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য র‍্যাডবোড বৃত্তি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ১১
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য র‍্যাডবোড বৃত্তি

র‍্যাডবোর্ড বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের অন্যতম সেরা সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। গবেষণা, পড়াশোনা, শিক্ষার মানের জন্য এ বিশ্ববিদ্যালয়ের বেশ খ্যাতি রয়েছে। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০১৯ সালে এ বিশ্ববিদ্যালয় থেকে ৪৪৭টি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এবং ৭ হাজার ৫৭১টি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় অবদান রেখে চলেছেন। নোবেল পুরস্কার বিজয়ী স্যার কনস্ট্যান্টিন নভোসেলভ এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

প্রতিষ্ঠান: র‍্যাডবোড বিশ্ববিদ্যালয় (RADBOUD UNIVERSITY), নেদারল্যান্ডস।

কোর্সের সংক্ষিপ্ত বিবরণ: সম্পূর্ণ ইংরেজি ভাষায় মাস্টার্স কোর্সের জন্য ইউরোপীয় ইউনিয়ন/ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের মেধাবী শিক্ষার্থীদের র‍্যাডবোড বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে কলা, আইন, ব্যবস্থাপনা, চিকিৎসাশাস্ত্র, সামাজিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব, দর্শন ও ধর্মীয় শিক্ষা বিষয়ে শিক্ষাদান ও গবেষণা করা হয়।

বৃত্তির পরিমাণ

আংশিক বৃত্তির ক্ষেত্রে আপনার টিউশন ফি কমিয়ে ২ হাজার ২০৯ ইউরো করা হবে। উদাহরণস্বরূপ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোট টিউশন ফি ১৬ হাজার ইউরোর পরিবর্তে আপনাকে মাত্র ২ হাজার ২০৯ ইউরো দিতে হবে। ভিসার খরচ, বসবাসের অনুমতি, স্বাস্থ্যবিমা, দায়বিমার খরচ বৃত্তির আওতায় রয়েছে।

একজন শিক্ষার্থী দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে নির্বাচিত হলে ওই শিক্ষার্থীকে প্রথম বর্ষের সব কোর্সে পাস করতে হবে। তাহলে তিনি দ্বিতীয় বর্ষের বৃত্তির জন্য পুনরায় নির্বাচিত হবেন।

বৃত্তির সংখ্যা: প্রতিবছর ৩৭টি বৃত্তি দেওয়া হয়।

কোর্স শুরু: সেপ্টেম্বর, ২০২২।

লক্ষ্যদল: ইউরোপীয় ইউনিয়ন/ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

যোগ্যতা: র‍্যাডবোড বৃত্তির জন্য নিম্নোক্ত যোগ্যতা লাগবে:

১. শিক্ষার্থীকে ইউরোপীয় ইউনিয়ন/ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের পাসপোর্টধারী হতে হবে।

২. যদি আপনি অন্যান্য কারণে ইইএ (EEA) নিম্ন টিউশন ফির জন্য উপযুক্ত না হন।

৩. নেদারল্যান্ডসের বাইরে থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে হবে। নেদারল্যান্ডস থেকে অন্য কোনো ডিগ্রি বা পড়াশোনা থাকলে হবে না।

৪. ইংরেজি ভাষায় (ইংরেজিতে শিক্ষাদান) মাস্টার্স প্রোগ্রামে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে যা ১লা সেপ্টেম্বর, ২০২২ সালে শুরু হবে।

৫. নেদারল্যান্ডসে ভিসার জন্য সব শর্ত মেনে চলতে হবে।

৬. একাডেমিক বর্ষ ও মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ফুলটাইম শিক্ষার্থী হিসেবে র‍্যাডবোড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে যার জন্য স্কলারশিপ দেওয়া হবে।

আবেদনের সময়সীমা: বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স আবেদনপত্রের সঙ্গেই বৃত্তির আবেদন করতে হবে। বৃত্তির জন্য আলাদা আবেদনপত্রের প্রয়োজন নেই। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারির আগে ওএসআইআরআইএস (OSIRIS) অনলাইনে বৃত্তি ও ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে।

বৃত্তির আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত