Ajker Patrika

ছুটি বাড়লেও চলে সান্ধ্য কোর্স

বেরোবি প্রতিনিধি
Thumbnail image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানো হলেও বন্ধ করা হয়নি সান্ধ্য কোর্স। ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগে সপ্তাহে দুই দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলছে এসব কোর্সের ক্লাস।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্ধ্য কোর্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত একাডেমিক ভবনে চলে সান্ধ্য কোর্সের ক্লাস।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ক্যাম্পাসে আরও এক দিন (বৃহস্পতিবার) ক্লাস ও অফিস বন্ধ রাখা হলেও চলছে সান্ধ্য কোর্স। এমন তো হওয়া উচিত নয়।’ এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের আগেই বেরোবি কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নেয়। এ জন্য শুক্র ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবার  ক্লাস ও অফিস বন্ধ করা হয়। তবে সান্ধ্য এমবিএ বা মাস্টার্স প্রোগ্রামগুলো পরিচালনা করছে বিভাগগুলো।

তবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমান বলেন, সান্ধ্য কোর্সের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নেওয়া হয়, সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। সেই তুলনায় যে বিদ্যুতের খরচ হয়, তা নগণ্য।

এ নিয়ে জানতে চাইলে বেরোবির রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী বলেন, সান্ধ্য কোর্সের সময় সংকুচিত করে একটা নীতিমালা করলে ভালো হবে, যেন এসব কোর্সে অংশগ্রহণকারীরাও পড়াশোনা থেকে একবারে বিচ্ছিন্ন না হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত