বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানো হলেও বন্ধ করা হয়নি সান্ধ্য কোর্স। ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগে সপ্তাহে দুই দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলছে এসব কোর্সের ক্লাস।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্ধ্য কোর্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত একাডেমিক ভবনে চলে সান্ধ্য কোর্সের ক্লাস।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ক্যাম্পাসে আরও এক দিন (বৃহস্পতিবার) ক্লাস ও অফিস বন্ধ রাখা হলেও চলছে সান্ধ্য কোর্স। এমন তো হওয়া উচিত নয়।’ এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের আগেই বেরোবি কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নেয়। এ জন্য শুক্র ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবার ক্লাস ও অফিস বন্ধ করা হয়। তবে সান্ধ্য এমবিএ বা মাস্টার্স প্রোগ্রামগুলো পরিচালনা করছে বিভাগগুলো।
তবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমান বলেন, সান্ধ্য কোর্সের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নেওয়া হয়, সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। সেই তুলনায় যে বিদ্যুতের খরচ হয়, তা নগণ্য।
এ নিয়ে জানতে চাইলে বেরোবির রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী বলেন, সান্ধ্য কোর্সের সময় সংকুচিত করে একটা নীতিমালা করলে ভালো হবে, যেন এসব কোর্সে অংশগ্রহণকারীরাও পড়াশোনা থেকে একবারে বিচ্ছিন্ন না হন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানো হলেও বন্ধ করা হয়নি সান্ধ্য কোর্স। ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগে সপ্তাহে দুই দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলছে এসব কোর্সের ক্লাস।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্ধ্য কোর্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত একাডেমিক ভবনে চলে সান্ধ্য কোর্সের ক্লাস।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ক্যাম্পাসে আরও এক দিন (বৃহস্পতিবার) ক্লাস ও অফিস বন্ধ রাখা হলেও চলছে সান্ধ্য কোর্স। এমন তো হওয়া উচিত নয়।’ এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের আগেই বেরোবি কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নেয়। এ জন্য শুক্র ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবার ক্লাস ও অফিস বন্ধ করা হয়। তবে সান্ধ্য এমবিএ বা মাস্টার্স প্রোগ্রামগুলো পরিচালনা করছে বিভাগগুলো।
তবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমান বলেন, সান্ধ্য কোর্সের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নেওয়া হয়, সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। সেই তুলনায় যে বিদ্যুতের খরচ হয়, তা নগণ্য।
এ নিয়ে জানতে চাইলে বেরোবির রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী বলেন, সান্ধ্য কোর্সের সময় সংকুচিত করে একটা নীতিমালা করলে ভালো হবে, যেন এসব কোর্সে অংশগ্রহণকারীরাও পড়াশোনা থেকে একবারে বিচ্ছিন্ন না হন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪