Ajker Patrika

মনোনয়ন দৌড়ে ছিটকে পড়লেন ৪ চেয়ারম্যান

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ২৬
মনোনয়ন দৌড়ে ছিটকে পড়লেন ৪ চেয়ারম্যান

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ভোট। ইউপি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের প্রচারণায় মুখরিত এখন উপজেলার গ্রামীণ জনপদ।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার ৬টি ইউপি থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছিলেন প্রায় দুই ডজন নেতা। কিন্তু সেই মনোনয়ন দৌড়ে ছিটকে পড়েছেন ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন-দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী, হাসান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হাওলাদার ও পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার। তাঁরা কেউই এবার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় জনগণের সঙ্গে ভালো ব্যবহার করেননি। ভিজিএফ’র চালসহ ইউনিয়নের জনগণের জন্য বরাদ্দ পাওয়া সরকারি সহায়তাও জনগণের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়নি। করেছেন ক্ষমতার অপব্যবহারও। এ ছাড়া আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেননি। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তৃণমূল নেতা-কর্মীরাও সময় মতো তাদের পাশে ছিলেন না। আর এসব তথ্য বিভিন্নভাবে দলের হাইকমান্ড জানতে পারেন। এসব কারণে ওই ৪ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা নৌকা প্রতীক পাননি।

জানতে চাওয়া হলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ন. ম. আব্দুল্লাহ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেছিলেন তৃণমূল ভোট ছাড়াও বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। হয়তো সেই গোয়েন্দা প্রতিবেদন কেন্দ্রে ভালো ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত