Ajker Patrika

সাড়ম্বরে ভিত্তিপ্রস্তর, ছয় বছরেও মিলছে না বরাদ্দ

লবীব আহমদ, সিলেট
Thumbnail image

ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছরেও আলোর মুখ দেখেনি সিলেটের দুটি সরকারি কলেজের ১০ তলা একাডেমিক ভবন। অথচ একই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আরেকটি কলেজের ১০ তলা একাডেমিক ভবন এখন উদ্বোধনের অপেক্ষায়। ওই দুটি কলেজে ১০ তলার বদলে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য সম্প্রতি মাটি পরীক্ষা করা হয়েছে।

কলেজ দুটি হলো সিলেট সরকারি কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকাকালে সিলেটের তিনটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংকট দূর করার উদ্যোগ নেন। ২০১৭ সালের ১০ আগস্ট একই দিনে তিনি তিনটি প্রতিষ্ঠানের পৃথক ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অপর প্রতিষ্ঠানটি হলো ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। ২০১৯ সালে ১২ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৫৭০ টাকা ব্যয়ে এমসি কলেজের ১০ তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় টি কে অ্যান্ড আদার্স (জেবি)। দায়িত্ব পাওয়ার ৭৩০ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়।

ঠিকাদার সূত্রে জানা গেছে, সাড়ে ৪ বছরে ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আর ভবনের দায়িত্বে থাকা সিলেট সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল বখ্ত জানিয়েছেন, ভবনের কাজ প্রায় শেষ। আগামী নভেম্বরেই উদ্বোধন হতে পারে।

অপর দিকে সিলেট সরকারি কলেজ ও মহিলা কলেজের ভবন নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। গত ২৪ ও ৩০ জুলাই ছয়তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়।

জানতে চাইলে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমীন ইসলাম চৌধুরী বলেন, ২০১৭ সালে কলেজের বিজ্ঞান ভবনের পাশে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বর্তমানে নতুন ছয়তলা ভবনের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে।

বরাদ্দ দেওয়া হয়নি সিলেট সরকারি কলেজের ভবন নির্মাণেও। অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, বয়েজ হোস্টেলের পাশের পুকুরের সামনে ভবন নির্মাণের কথা। কিন্তু কোনো বরাদ্দ না আসায় কাজ আর শুরু হয়নি।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম বলেন, বরাদ্দ না আসায় ওই দুটি কলেজের ভবনগুলোর কাজ শুরু হয়নি। ছয়তলার জন্য মাটি পরীক্ষা করে প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

অধিদপ্তরের উপপ্রকৌশলী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, মন্ত্রণালয় থেকে ১০ তলার বদলে ছয়তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করতে বলা হয়েছে। তাঁরা সে অনুযায়ী কাজ করে প্রতিবেদন পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত