Ajker Patrika

অসম বয়সের প্রেমের গল্প ‘গোধূলি আলাপ’

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২২, ০৯: ৪৯
Thumbnail image

স্টার জলসায় শুরু হচ্ছে নতুন আরেক সিরিয়াল ‘গোধূলি আলাপ’। কবে, কখন দেখা যাবে এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তবে প্রোমো প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত এই সিরিয়াল নিয়ে। সিরিয়াল দিয়েই পরিচালনার খাতায় নাম লেখান রাজ। এরপর সিনেমায় এসে উপহার দেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। দীর্ঘদিন পর আবারও সিরিয়াল পরিচালনা করছেন।

এই সিরিয়ালের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরছেন কৌশিক সেন। কথা চলছিল গায়ক, রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় এই সিরিয়ালে নায়কের চরিত্রে থাকবেন। তিনি সময় না দিতে পারায় তাঁর বদলে কৌশিক সেনকে সিরিয়ালের মূল চরিত্রে নেওয়া হয়েছে।

মূলত অসম প্রেমের গল্প দেখানো হবে ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে। মধ্যবয়স্ক একজন পুরুষ প্রেমে পড়েন কম বয়সী এক মেয়ের। গল্পে কৌশিক সেনের নাম অরিন্দম রায়, পেশায় যিনি আইনজীবী। মৌরিগ্রামে জায়গা-জমি নিয়ে এক আন্দোলনে তিনি সরকারের বিরুদ্ধে জয়লাভ করেন। সেই সময় মৌরিগ্রামে তাঁর আলাপ হয় নোলকের সঙ্গে। নোলককে বাঁচাতে তাকে বিয়ে করতে বাধ্য হন অরিন্দম। নিয়ে আসেন শহরে। হাঁটুর বয়সী নোলককে বিয়ে করার দায়ে বাড়ির সবাই অরিন্দমকে তিরস্কার করে।

দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন কৌশিক সেন। অন্যদিকে নায়িকার চরিত্রে সোমু সরকার একেবারেই নতুন। এর আগে আকাশ আট চ্যানেলের ধারাবাহিক ‘ইকির মিকির’-এ দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত