Ajker Patrika

ঈদের অনুষ্ঠানে অতিথি ঈশিতা

ঈদের অনুষ্ঠানে অতিথি ঈশিতা

টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতাকে এখন পর্দায় দেখা যায় না বললেই চলে। পর্দার পেছনেই তাঁর এখন সব ব্যস্ততা। তবে ঈশিতা জানিয়েছেন, মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করতে চান তিনি। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এর আগে সত্য ঘটনা নিয়ে প্রয়াত আবদুল্লাহ আল-মামুনের ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ফিকশনে অভিনয় করেছিলেন। যদিও কাজটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তাঁর। ঈশিতা বলেন, ‘কাজটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি। আমার অনুমতি ছাড়াই অন্য এক অভিনেত্রীকে দিয়ে আমার অভিনীত দৃশ্যের ডাবিং করানো হয়, যা দুঃখজনক।’

মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’-এ প্রথমবার এককভাবে অতিথি হয়ে এসে ঈশিতা জানান এসব কথা। এই অনুষ্ঠানের ঈদ আয়োজনের বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে। অনেকেই জানেন, সময়ের ব্যাপারে ঈশিতা অতিমাত্রায় সচেতন। সেটের অন্য কেউ আসেননি, অথচ ঈশিতা সবার আগে এসে বসে ছিলেন—এমন ঘটনাও রয়েছে। ঈশিতা বলেন, ‘মাত্র দুইবার এর ব্যতিক্রম হয়েছিল। অস্বাভাবিক ট্রাফিক জ্যামের কারণে একবার শুটিংয়ে পৌঁছাতে দেরি হয়েছিল। আরেকবার ‘‘কেন’’ শিরোনামের একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটে। কিন্তু সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন মাত্রাতিরিক্ত যানজটের শিকার হয়েছিলাম। ভেবেছিলাম, জীবনে প্রথম ফ্লাইট মিস করে ফেলব। তবে সেটি আর হয়নি। আমি যখন হন্তদন্ত হয়ে বিমানবন্দরে পৌঁছালাম, আমাকে দেখে আফরান নিশো চিৎকার করে বলছিল, ঈশিতা, জাস্ট দৌড়াও।’

মজার এই ঘটনাটি ঈশিতা জানিয়েছেন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকালের বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত