Ajker Patrika

বনায়নের গাছে দুর্বৃত্তের হানা

মো. জহিরুল হক বাবু, বুড়িচং
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২: ৩৪
বনায়নের গাছে দুর্বৃত্তের হানা

বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নে বন বিভাগের লাগানো সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বাদ যাচ্ছে না ছোট ছোট গাছও। কর্মী সংকটের কথা বলে সংশ্লিষ্টরা বলছেন, তাঁরা বনায়ন রক্ষায় অসহায়।

উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর, আনন্দপুর ও দুধপুস্কনী মৌজা টিলায় ঘেরা। এর বেশির ভাগই স্থানীয় বাসিন্দাদের দখলে রয়েছে। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসন এসব মৌজায় ৪৫৬ দশমিক ৮ একর ভূমি চিহ্নিত করে। সেই সময় বন বিভাগ ১৮৭ একর ভূমি নিজেদের দখলে নিয়ে ৯৫ ভাগ কাঠ গাছ ও ৫ ভাগ ফলদ গাছ রোপণ করে। রোপণ করা গাছের মধ্যে অধিকাংশই আকাশমণি গাছ।

এদিকে গাছের পরিপক্বতার সঙ্গে গাছ চুরির প্রবণতা বাড়তে থাকে। সরেজমিনে আনন্দপুর মৌজার বনায়নে গিয়ে দেখা গেছে, বনের বিভিন্ন অংশের গাছ কেটে নেওয়া হয়েছে। কাটা গাছের গুঁড়ি লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

আনন্দপুর গ্রামের রহমান মিয়া জানান, গাছ চুরি করতে দুর্বৃত্তরা বিশেষ কৌশলে কাজ করে। প্রথমে তারা একটি গাছ চিহ্নিত করে। পরে সুযোগ বুঝে প্রথমে গাছের ডালপালা কেটে নিয়ে যায়। এরপর একদিন পুরো গাছটি কেটে নেয়।

এদিকে বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন করাতকল ঘুরে আকাশমণি গাছের স্তূপ দেখা গেছে। আইন অনুযায়ী বনায়ন প্রকল্পের কাছাকাছি করাতকল বসানোর অনুমতি নেই। কিন্তু আইনের তোয়াক্কা না করে বসানো হয়েছে ৫ থেকে ১০টি করাতকল।

এ বিষয়ে বুড়িচং উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বনায়ন রক্ষার জন্য লোকবল রয়েছে মাত্র তিনজন। ১৮৭ একর বনায়ন রক্ষায় তিনজন কর্মী কিছুই না। বনায়ন রক্ষায় ১৮৭ জন স্থানীয় সুবিধাভোগী নিয়োগ দেওয়া হয়েছে। যারা গাছের চারা রোপণ থেকে কাটা পর্যন্ত কাছের দেখাশোনা করবে। বিনিময়ে গাছ বিক্রির ৪৫ ভাগ টাকা পাবে সুবিধাভোগীরা।’

উপজেলা বন কর্মকর্তা আরও বলেন, গাছ চুরি বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এদিকে সরকারি বনায়ন থেকে গত এক বছরে গাছ কাটার অভিযোগে একাধিক ব্যক্তির নামে ছয়টি মামলা দায়ের করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত