Ajker Patrika

৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনকে জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬: ০০
৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় ৪ চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্র ও শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, গত শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বরমা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাবেদ মো. গাউছ মিল্টনকে ৫ হাজার, বরকলের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দীনকে ৩ হাজার, হাশিমপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হককে ১ হাজার, বরকলের ইউপি সদস্য প্রার্থী শহিদুল আলমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গত শুক্রবার কাঞ্চনাবাদে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহকে ১ হাজার, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল শুক্কুরকে ১ হাজার, সাধারণ সদস্য প্রার্থী মো. শহিদুল ইসলাম, মো. ফরিদুল হক, মো. খোরশেদ আলম, মো. মতিউর রহমান, মো. সেকান্দর আলী এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থী লাকী আকতার ও শামসুর নাহারকে ৫০০ টাকা করে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত