Ajker Patrika

মতলব উত্তরে ইউপি সদস্যসহ কারাগারে ৩

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৪১
মতলব উত্তরে ইউপি সদস্যসহ কারাগারে ৩

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চাঁদপুরের মতলব উত্তরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এঁদের একজন ইউপি সদস্য। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তাঁরা হলেন এনায়েতনগর গ্রামের বাসিন্দা মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২)।

মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর পূর্ব ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে গত রোববার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীর ওপর সাহেব বাজার এলাকায় হামলা হয়। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর সমর্থকেরা এই হামলা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নুরুল ইসলাম পাটোয়ারী বাদী হয়ে আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এই এ মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত