Ajker Patrika

অবশেষে ম্যানহোল সংস্কার হচ্ছে

উত্তরা প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
অবশেষে ম্যানহোল সংস্কার হচ্ছে

উত্তরার তিন নম্বর সেক্টরের রাস্তায় ভাঙা ম্যানহোলগুলোর সংস্কারকাজ শুরু হয়েছে। গতকাল জসিম উদ্দিন পাকার মাথার মোড়ের ১৮ নম্বর সড়কের ম্যানহোলটির কাজ করতে দেখা যায়। একই দিন আজকের পত্রিকায় ‘আধা কিমি রাস্তায় তিন মরণফাঁদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

ওই সংবাদে ভাঙা ম্যানহোলের কারণে এলাকাবাসীর ভোগান্তির চিত্র তুলে ধরা হয়। গতকাল সংস্কারকাজ চলার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইনস্ট্রাক্টর সোলেয়মান শেখ বলেন, ‘আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর সকাল থেকেই ম্যানহোলের কাজ শুরু করা হয়। রাস্তার সব ম্যানহোলই সংস্কার করা হবে।’

তিনি আরও বলেন, ‘ম্যানহোলটি ছিল ওয়াসার। পরে ডিএনসিসি দায়িত্ব নেয়। যে কারণে ম্যানহোলগুলোর সংস্কারকাজ করতে একটু দেরি হয়।’

সংবাদ প্রকাশের পর কাজ শুরু হওয়ায় আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় চায়ের দোকানদার বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই সড়ক ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও চলাচল করেন। তারপরও ম্যানহোলগুলো সংস্কার করা হয়নি। অবশেষে সংবাদ প্রকাশের দিনই কাজ শুরু হলো। আমাদের ভোগান্তিও আর থাকবে না। ধন্যবাদ, আজকের পত্রিকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত