বরিশাল প্রতিনিধি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পার্ক নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে। আদালতের নিযুক্ত আইনজীবী (উকিল কমিশনার) বিটুল চন্দ্র সিংহ গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিন বিরোধীয় জমি পরিদর্শন করেন।
প্রসঙ্গত, সেখানকার মহাসড়কের বাইলেনের জমিতে নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের সঙ্গে ওই বিরোধীয় জমি অন্তর্ভুক্ত করে স্থাপনা নির্মাণ করছে বিসিসি।
বিরোধীয় জমির মালিক দাবিদার নগরীর সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনকে বিবাদী করে গত ২ ফেব্রুয়ারি আদালত অবমাননার মামলা করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত জমির বর্তমান অবস্থা জানতে চেয়ে অ্যাডভোকেট বিটুলকে ৬ মার্চ উকিল কমিশনার হিসেবে নিয়োগ দেন।
অ্যাডভোকেট বিটুল এ বিষয়ে জানান, তিনি বৃহস্পতিবার সিঅ্যান্ডবি সড়কের ওই বিরোধীয় জমিতে যান। এ সময় অভিযোগকারী মনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। তবে প্রতিপক্ষ বিসিসির কেউ সেখানে যাননি। তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। পরে বিসিসির এক আইনজীবী কাগজপত্র দেবেন বলে জানিয়েছেন।
জমির মালিকানার দাবিদার মনোয়ার হোসেনের আইনজীবী আজাদ রহমান জানান, সিঅ্যান্ডবি সড়কে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের লেকের উত্তর পাশে দেড় শতক জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার ও বিসিসির মধ্যে মামলা চলছে। আদালত ২০১৯ সালের ২৯ আগস্ট ওই জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে গত বছরের ডিসেম্বরে বিসিসি বিরোধীয় ওই জমিতে মনোয়ার হোসেনের থাকা স্থাপনা ভেঙে ফেলে।
সেখানকার মহাসড়কের বাইলেনের জমি দখল করে নির্মাণাধীন পার্কের সঙ্গে, ওই বিরোধীয় জমি অন্তর্ভুক্ত করে স্থাপনা নির্মাণ শুরু করেছে বিসিসি। এ নিয়ে নগরে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ তাঁদের মহাসড়কের ডিভাইডার ভেঙে বাইলেনের ওপর বিসিসির পার্ক করার ঘটনা প্রধান প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পার্ক নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে। আদালতের নিযুক্ত আইনজীবী (উকিল কমিশনার) বিটুল চন্দ্র সিংহ গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিন বিরোধীয় জমি পরিদর্শন করেন।
প্রসঙ্গত, সেখানকার মহাসড়কের বাইলেনের জমিতে নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের সঙ্গে ওই বিরোধীয় জমি অন্তর্ভুক্ত করে স্থাপনা নির্মাণ করছে বিসিসি।
বিরোধীয় জমির মালিক দাবিদার নগরীর সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনকে বিবাদী করে গত ২ ফেব্রুয়ারি আদালত অবমাননার মামলা করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত জমির বর্তমান অবস্থা জানতে চেয়ে অ্যাডভোকেট বিটুলকে ৬ মার্চ উকিল কমিশনার হিসেবে নিয়োগ দেন।
অ্যাডভোকেট বিটুল এ বিষয়ে জানান, তিনি বৃহস্পতিবার সিঅ্যান্ডবি সড়কের ওই বিরোধীয় জমিতে যান। এ সময় অভিযোগকারী মনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। তবে প্রতিপক্ষ বিসিসির কেউ সেখানে যাননি। তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। পরে বিসিসির এক আইনজীবী কাগজপত্র দেবেন বলে জানিয়েছেন।
জমির মালিকানার দাবিদার মনোয়ার হোসেনের আইনজীবী আজাদ রহমান জানান, সিঅ্যান্ডবি সড়কে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের লেকের উত্তর পাশে দেড় শতক জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার ও বিসিসির মধ্যে মামলা চলছে। আদালত ২০১৯ সালের ২৯ আগস্ট ওই জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে গত বছরের ডিসেম্বরে বিসিসি বিরোধীয় ওই জমিতে মনোয়ার হোসেনের থাকা স্থাপনা ভেঙে ফেলে।
সেখানকার মহাসড়কের বাইলেনের জমি দখল করে নির্মাণাধীন পার্কের সঙ্গে, ওই বিরোধীয় জমি অন্তর্ভুক্ত করে স্থাপনা নির্মাণ শুরু করেছে বিসিসি। এ নিয়ে নগরে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ তাঁদের মহাসড়কের ডিভাইডার ভেঙে বাইলেনের ওপর বিসিসির পার্ক করার ঘটনা প্রধান প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫