কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
রাত পোহালেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নে শুরু হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। ১২৩টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব কেন্দ্রের মধ্যেই ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে আবার ৫৬টিই অধিক ঝুঁকিপূর্ণ। ভোটের দিনে সহিংসতা হতে পারে এমন শঙ্কায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে প্রশাসন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা থেকে উপজেলার ১২৩টি ভোটকেন্দ্রের ৮০টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে ৫৬টি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২৯৯ এবং নারী ১ লাখ ২৩ হাজার ৬৩৯ জন। নির্বাচনে ১১টি ইউনিয়নে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৯২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে পুলিশ। ভোটের দিন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শনিবার (আজ) সকাল থেকেই ভোট গ্রহণের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। তবে ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে।’
রাত পোহালেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নে শুরু হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। ১২৩টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব কেন্দ্রের মধ্যেই ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে আবার ৫৬টিই অধিক ঝুঁকিপূর্ণ। ভোটের দিনে সহিংসতা হতে পারে এমন শঙ্কায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে প্রশাসন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা থেকে উপজেলার ১২৩টি ভোটকেন্দ্রের ৮০টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে ৫৬টি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২৯৯ এবং নারী ১ লাখ ২৩ হাজার ৬৩৯ জন। নির্বাচনে ১১টি ইউনিয়নে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৯২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে পুলিশ। ভোটের দিন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শনিবার (আজ) সকাল থেকেই ভোট গ্রহণের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। তবে ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫