Ajker Patrika

বাকৃবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ০০
Thumbnail image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) দুই দিনব্যাপী ২৮তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন কার্যালয়ে এ সম্মেলন শুরু হয়। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রাণিসম্পদ খাতে কোভিড-১৯-এর প্রভাব ও প্রতিকার’।

বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মনজুর মোহাম্মদ শাহজাদা, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, রেনেটা গ্রুপের প্রাণি স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. সিরাজুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসভিইআরের সম্পাদক মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএসভিইআরের ২৮ তম সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছুর রহমান ভূঁইয়া, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আফরিনা মুস্তারি প্রমুখ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কেগোসিমা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের যুগ্ম ডিন নাওকি মিউরা। এ সময় বক্তারা করোনা পরবর্তী সময়ে প্রাণি স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক সময়ে টিকাদানের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে ভেটেরিনারি অনুষদ দেশের পশু চিকিৎসা, প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত