Ajker Patrika

কাদায় বন্ধ সড়কে চলাচল

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
কাদায় বন্ধ সড়কে চলাচল

কাদার স্তূপ দেখে বোঝার উপায় নেই এটি পিচঢালা সড়ক। প্রায় আধা কিলোমিটার সড়কের কোথাও পিচ দেখা যায় না। সিলেট নগরীর কেওয়াপাড়া ও মুন্সিপাড়া এলাকার সড়কের এ অবস্থা।

সড়কটি এতটা কর্দমাক্ত হয়ে গেছে যে, অপরিচিত কেউ দেখলে মনে করবে এটি কাঁচা সড়ক। অতিরিক্ত কর্দমাক্ত হওয়ার কারণে নগরীর মুন্সিপাড়া ও কেওয়াপাড়া সড়কটি গত রোববার থেকে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার শতাধিক পরিবার।

প্রায় একই অবস্থা মিরেরময়দান সড়কের। নগরীর এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশও কাদায় ভরপুর। পিচঢালা সড়কে কাদার ওপর দিয়েই যান চলাচল করছে কয়েক দিন ধরে। তবে রিকশা ও মোটরবাইক চলাচলে সাবধানতা অবলম্বন করছেন চালকেরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর মিরেরময়দান এলাকায় সিলেট জেলা পুলিশ লাইনে একটি ভবনের কাজ হচ্ছে। এই ভবনের পাশে নিচু জায়গা ভরাট করার জন্য কেওয়াপাড়া এলাকার সড়ক ও মিরেরময়দান সড়ক ব্যবহার করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে মাটি আনা হচ্ছে পুলিশ লাইনে। তাই এত দিন ধুলাবালিতে অতিষ্ঠ ছিলেন এই এলাকার বাসিন্দারা। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এখন এই সড়কগুলো কর্দমাক্ত হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন এই সড়ক ব্যবহারকারী প্রায় শতাধিক পরিবার। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই এলাকার বাসিন্দাসহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরও পড়েছেন বিড়ম্বনায়।

কেওয়াপাড়া এলাকার নোমান চৌধুরী বলেন, ‘আমরা সাংঘাতিক খারাপ অবস্থায় আছি এই সড়ক নিয়ে। পুলিশ লাইনে কাজের জন্য আমাদের এই পাড়ার সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে দুই মাস ধরে। এত দিন ধুলোতে বিড়ম্বনা হলেও গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কে পড়া মাটির স্তর কাদার স্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সড়কটিতে কাদা বেশি হওয়ায় অনেক দুর্ঘটনা হচ্ছে। তাই সড়কটি বন্ধ করা হয়েছে। এলাকার বাসিন্দারা মিলে কিছু পরিষ্কার করেছেন। কিন্তু এ ব্যাপারে এলাকার কাউন্সিলর বা পুলিশ লাইনের কেউ কোনো সহযোগিতা করছেন না।’

কেওয়াপাড়া এলাকার আরেক বাসিন্দা মো. সুমন বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়ক নিয়ে আমরা কষ্টের মধ্যে আছি। পুলিশ লাইনের ভেতরে যে কাজ চলছে এর জন্য এই সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হয়। এর জন্য দীর্ঘ দুই মাস ধরে আমরা ধুলাবালিতে অতিষ্ঠ ছিলাম। এখন বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে গেছে।’

এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান বলেন, ‘এই কাজটি মহানগর পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। আমার জানা মতে মাটি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। তারপরও আমি দেখছি কীভাবে এই সমস্যা দূর করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত