সিলেট সংবাদদাতা
কাদার স্তূপ দেখে বোঝার উপায় নেই এটি পিচঢালা সড়ক। প্রায় আধা কিলোমিটার সড়কের কোথাও পিচ দেখা যায় না। সিলেট নগরীর কেওয়াপাড়া ও মুন্সিপাড়া এলাকার সড়কের এ অবস্থা।
সড়কটি এতটা কর্দমাক্ত হয়ে গেছে যে, অপরিচিত কেউ দেখলে মনে করবে এটি কাঁচা সড়ক। অতিরিক্ত কর্দমাক্ত হওয়ার কারণে নগরীর মুন্সিপাড়া ও কেওয়াপাড়া সড়কটি গত রোববার থেকে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার শতাধিক পরিবার।
প্রায় একই অবস্থা মিরেরময়দান সড়কের। নগরীর এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশও কাদায় ভরপুর। পিচঢালা সড়কে কাদার ওপর দিয়েই যান চলাচল করছে কয়েক দিন ধরে। তবে রিকশা ও মোটরবাইক চলাচলে সাবধানতা অবলম্বন করছেন চালকেরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর মিরেরময়দান এলাকায় সিলেট জেলা পুলিশ লাইনে একটি ভবনের কাজ হচ্ছে। এই ভবনের পাশে নিচু জায়গা ভরাট করার জন্য কেওয়াপাড়া এলাকার সড়ক ও মিরেরময়দান সড়ক ব্যবহার করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে মাটি আনা হচ্ছে পুলিশ লাইনে। তাই এত দিন ধুলাবালিতে অতিষ্ঠ ছিলেন এই এলাকার বাসিন্দারা। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এখন এই সড়কগুলো কর্দমাক্ত হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন এই সড়ক ব্যবহারকারী প্রায় শতাধিক পরিবার। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই এলাকার বাসিন্দাসহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরও পড়েছেন বিড়ম্বনায়।
কেওয়াপাড়া এলাকার নোমান চৌধুরী বলেন, ‘আমরা সাংঘাতিক খারাপ অবস্থায় আছি এই সড়ক নিয়ে। পুলিশ লাইনে কাজের জন্য আমাদের এই পাড়ার সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে দুই মাস ধরে। এত দিন ধুলোতে বিড়ম্বনা হলেও গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কে পড়া মাটির স্তর কাদার স্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সড়কটিতে কাদা বেশি হওয়ায় অনেক দুর্ঘটনা হচ্ছে। তাই সড়কটি বন্ধ করা হয়েছে। এলাকার বাসিন্দারা মিলে কিছু পরিষ্কার করেছেন। কিন্তু এ ব্যাপারে এলাকার কাউন্সিলর বা পুলিশ লাইনের কেউ কোনো সহযোগিতা করছেন না।’
কেওয়াপাড়া এলাকার আরেক বাসিন্দা মো. সুমন বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়ক নিয়ে আমরা কষ্টের মধ্যে আছি। পুলিশ লাইনের ভেতরে যে কাজ চলছে এর জন্য এই সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হয়। এর জন্য দীর্ঘ দুই মাস ধরে আমরা ধুলাবালিতে অতিষ্ঠ ছিলাম। এখন বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে গেছে।’
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান বলেন, ‘এই কাজটি মহানগর পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। আমার জানা মতে মাটি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। তারপরও আমি দেখছি কীভাবে এই সমস্যা দূর করা যায়।’
কাদার স্তূপ দেখে বোঝার উপায় নেই এটি পিচঢালা সড়ক। প্রায় আধা কিলোমিটার সড়কের কোথাও পিচ দেখা যায় না। সিলেট নগরীর কেওয়াপাড়া ও মুন্সিপাড়া এলাকার সড়কের এ অবস্থা।
সড়কটি এতটা কর্দমাক্ত হয়ে গেছে যে, অপরিচিত কেউ দেখলে মনে করবে এটি কাঁচা সড়ক। অতিরিক্ত কর্দমাক্ত হওয়ার কারণে নগরীর মুন্সিপাড়া ও কেওয়াপাড়া সড়কটি গত রোববার থেকে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার শতাধিক পরিবার।
প্রায় একই অবস্থা মিরেরময়দান সড়কের। নগরীর এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশও কাদায় ভরপুর। পিচঢালা সড়কে কাদার ওপর দিয়েই যান চলাচল করছে কয়েক দিন ধরে। তবে রিকশা ও মোটরবাইক চলাচলে সাবধানতা অবলম্বন করছেন চালকেরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর মিরেরময়দান এলাকায় সিলেট জেলা পুলিশ লাইনে একটি ভবনের কাজ হচ্ছে। এই ভবনের পাশে নিচু জায়গা ভরাট করার জন্য কেওয়াপাড়া এলাকার সড়ক ও মিরেরময়দান সড়ক ব্যবহার করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে মাটি আনা হচ্ছে পুলিশ লাইনে। তাই এত দিন ধুলাবালিতে অতিষ্ঠ ছিলেন এই এলাকার বাসিন্দারা। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এখন এই সড়কগুলো কর্দমাক্ত হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন এই সড়ক ব্যবহারকারী প্রায় শতাধিক পরিবার। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই এলাকার বাসিন্দাসহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরও পড়েছেন বিড়ম্বনায়।
কেওয়াপাড়া এলাকার নোমান চৌধুরী বলেন, ‘আমরা সাংঘাতিক খারাপ অবস্থায় আছি এই সড়ক নিয়ে। পুলিশ লাইনে কাজের জন্য আমাদের এই পাড়ার সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে দুই মাস ধরে। এত দিন ধুলোতে বিড়ম্বনা হলেও গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কে পড়া মাটির স্তর কাদার স্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সড়কটিতে কাদা বেশি হওয়ায় অনেক দুর্ঘটনা হচ্ছে। তাই সড়কটি বন্ধ করা হয়েছে। এলাকার বাসিন্দারা মিলে কিছু পরিষ্কার করেছেন। কিন্তু এ ব্যাপারে এলাকার কাউন্সিলর বা পুলিশ লাইনের কেউ কোনো সহযোগিতা করছেন না।’
কেওয়াপাড়া এলাকার আরেক বাসিন্দা মো. সুমন বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়ক নিয়ে আমরা কষ্টের মধ্যে আছি। পুলিশ লাইনের ভেতরে যে কাজ চলছে এর জন্য এই সড়ক ব্যবহার করে ট্রাক দিয়ে মাটি নেওয়া হয়। এর জন্য দীর্ঘ দুই মাস ধরে আমরা ধুলাবালিতে অতিষ্ঠ ছিলাম। এখন বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে গেছে।’
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান বলেন, ‘এই কাজটি মহানগর পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। আমার জানা মতে মাটি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। তারপরও আমি দেখছি কীভাবে এই সমস্যা দূর করা যায়।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫