Ajker Patrika

খালেদা জিয়ার কিছু হলে গণ-অভ্যুত্থান হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৩২
খালেদা জিয়ার কিছু হলে গণ-অভ্যুত্থান হবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দেশে গণ-অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আপনারা (সরকার) বিনা চিকিৎসায় মেরে ফেলবেন। আর জনগণ তা তাকিয়ে তাকিয়ে দেখবে—এটা কখনোই হবে না, বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ আগরতলা ষড়যন্ত্র মামলা যেমন মানে নাই, তেমনি আপনাদের ষড়যন্ত্রও মানবে না। গণ-অভ্যুত্থান হবে। লড়াই হবে।’

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জাপার (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান আরও বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। চিকিৎসকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানির অ্যাডভান্স সেন্টারে তাঁর উন্নত চিকিৎসা জরুরি। আইনজীবীরা বলছেন, আইনে তাঁর বিদেশে চিকিৎসা গ্রহণে কোনো বাধা নেই। কিন্তু সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না, যা অত্যন্ত অমানবিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত