নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির দুই মামলায় ইতিমধ্যেই দণ্ডিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যে কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল সোমবার সহকারী জজদের ৪৭তম বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতির মামলায় দুই বছর বা তার অধিক সাজা হলে এমপি নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডিত। দেশে বর্তমানে যে আইন আছে সে আইনে যদি তিনি (খালেদা) যোগ্য হন তাহলে নির্বাচন করবেন, আর তিনি যদি অযোগ্য হন তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে এখন যে আইন আছে তাতে মনে হয় না, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন।
সংসদ নির্বাচনে অযোগ্যতার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২) (ঘ) তে বলা আছে–নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর ওই দিনই খালেদাকে নেওয়া হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এরপর খালেদা জিয়া সাজার বিরুদ্ধে আপিল করেন। এদিকে সাজা বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে একই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। যা এখন শুনানির অপেক্ষায়।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। এর আগে সাজা কমাতে আবেদন করেন তাঁর পরিবারের সদস্যরা।
সাজা স্থগিতের শর্ত ছিল খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। এরপর থেকে দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, আগে তারা (আওয়ামী লীগ) ক্ষমতা ছাড়ুক, তত্ত্বাবধায়ক সরকার আসুক, এরপর দেখা যাবে, কে নির্বাচন করতে পারবে, আর কে পারবে না।’
এ ছাড়া বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইন যদি তার নিজস্ব গতিতে চলে, আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁর তথাকথিত দণ্ড আইনবহির্ভূতভাবে এক ব্যক্তির ইচ্ছায় রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।’
দুর্নীতির দুই মামলায় ইতিমধ্যেই দণ্ডিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যে কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল সোমবার সহকারী জজদের ৪৭তম বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতির মামলায় দুই বছর বা তার অধিক সাজা হলে এমপি নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডিত। দেশে বর্তমানে যে আইন আছে সে আইনে যদি তিনি (খালেদা) যোগ্য হন তাহলে নির্বাচন করবেন, আর তিনি যদি অযোগ্য হন তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে এখন যে আইন আছে তাতে মনে হয় না, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন।
সংসদ নির্বাচনে অযোগ্যতার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২) (ঘ) তে বলা আছে–নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর ওই দিনই খালেদাকে নেওয়া হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এরপর খালেদা জিয়া সাজার বিরুদ্ধে আপিল করেন। এদিকে সাজা বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে একই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। যা এখন শুনানির অপেক্ষায়।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। এর আগে সাজা কমাতে আবেদন করেন তাঁর পরিবারের সদস্যরা।
সাজা স্থগিতের শর্ত ছিল খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। এরপর থেকে দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, আগে তারা (আওয়ামী লীগ) ক্ষমতা ছাড়ুক, তত্ত্বাবধায়ক সরকার আসুক, এরপর দেখা যাবে, কে নির্বাচন করতে পারবে, আর কে পারবে না।’
এ ছাড়া বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইন যদি তার নিজস্ব গতিতে চলে, আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁর তথাকথিত দণ্ড আইনবহির্ভূতভাবে এক ব্যক্তির ইচ্ছায় রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫