মেঘনা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার কদমতলা বাসস্ট্যান্ড থেকে সেননগর বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুটি সেতুই অকেজো হয়ে পড়েছে। দেড় বছর আগে এ সেতু দুটি দেবে গিয়ে চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে এ এলাকার ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খিরাচক বাজারসংলগ্ন ও খিরাচক গ্রামের পশ্চিম পাশের এ দুটি সেতু দুটি ভেঙে পড়েছে। দুটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। দীর্ঘদিন ধরে সেতু দুটি অকেজো হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দুটি ইউনিয়নের সেতুবন্ধন বিচ্ছিন্ন হওয়ায় জীবনযাত্রায় পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি।
খিরাচক বাজার, সেননগর বাজার, দৌলত হোসেন সরকারি হাইস্কুল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সোনারচর ভূমি অফিসসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভাটেরচর সংযোগ সড়কের কদমতলা স্ট্যান্ডে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে সড়কটি ৩০ হাজার গোষ্ঠীর অতি গুরুত্বপূর্ণ সড়ক। সেতু দুটির বেহাল অবস্থায় জীবনযাত্রায় পড়েছে নানা প্রভাব। ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি বলে, ‘স্কুল খোলা থাকার সময় প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে যাওয়া-আশা করা হতো এই সেতু দিয়ে।’
মির্জানগর গ্রামের মো. মাঈনুদ্দিন জানান, সেতু দুটি দিয়ে প্রতিদিন কোনো না-কোনো কাজে আশা-যাওয়া করতে হয়। এদিকে কারও নজর নেই। সেননগর বাজারের দোকানি স্বাধীন বলেন, ঐতিহাসিক এ বাজারে দুটি ইউনিয়নের মানুষ প্রতিদিন বাজার করতে আসত। সেতুগুলো অকেজো হওয়ার ফলে এখন আর মানুষ আগের মতো আসে না।
খিরাচক গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘আগে সবজি চাষ করে সেননগর বাজারে নিয়ে বিক্রি করতাম। অনেক দাম পাওয়া যেত। এখন এ সেতুর ওপর দিয়ে চলাচল করা যায় না।’
এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘সেতু দুটি জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’
ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি নতুন নির্বাচিত হয়েছি। এ দুটি সেতুর জন্য দুটি ইউনিয়নের মানুষ অনেক পিছিয়ে আছে। আশা করি ধসে যাওয়া সেতুর কাজ দ্রুত শুরু হবে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ আজকের পত্রিকাকে বলেন, দুটি সেতু নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
কুমিল্লার মেঘনা উপজেলার কদমতলা বাসস্ট্যান্ড থেকে সেননগর বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুটি সেতুই অকেজো হয়ে পড়েছে। দেড় বছর আগে এ সেতু দুটি দেবে গিয়ে চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে এ এলাকার ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খিরাচক বাজারসংলগ্ন ও খিরাচক গ্রামের পশ্চিম পাশের এ দুটি সেতু দুটি ভেঙে পড়েছে। দুটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। দীর্ঘদিন ধরে সেতু দুটি অকেজো হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দুটি ইউনিয়নের সেতুবন্ধন বিচ্ছিন্ন হওয়ায় জীবনযাত্রায় পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি।
খিরাচক বাজার, সেননগর বাজার, দৌলত হোসেন সরকারি হাইস্কুল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সোনারচর ভূমি অফিসসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভাটেরচর সংযোগ সড়কের কদমতলা স্ট্যান্ডে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে সড়কটি ৩০ হাজার গোষ্ঠীর অতি গুরুত্বপূর্ণ সড়ক। সেতু দুটির বেহাল অবস্থায় জীবনযাত্রায় পড়েছে নানা প্রভাব। ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি বলে, ‘স্কুল খোলা থাকার সময় প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে যাওয়া-আশা করা হতো এই সেতু দিয়ে।’
মির্জানগর গ্রামের মো. মাঈনুদ্দিন জানান, সেতু দুটি দিয়ে প্রতিদিন কোনো না-কোনো কাজে আশা-যাওয়া করতে হয়। এদিকে কারও নজর নেই। সেননগর বাজারের দোকানি স্বাধীন বলেন, ঐতিহাসিক এ বাজারে দুটি ইউনিয়নের মানুষ প্রতিদিন বাজার করতে আসত। সেতুগুলো অকেজো হওয়ার ফলে এখন আর মানুষ আগের মতো আসে না।
খিরাচক গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘আগে সবজি চাষ করে সেননগর বাজারে নিয়ে বিক্রি করতাম। অনেক দাম পাওয়া যেত। এখন এ সেতুর ওপর দিয়ে চলাচল করা যায় না।’
এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘সেতু দুটি জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’
ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি নতুন নির্বাচিত হয়েছি। এ দুটি সেতুর জন্য দুটি ইউনিয়নের মানুষ অনেক পিছিয়ে আছে। আশা করি ধসে যাওয়া সেতুর কাজ দ্রুত শুরু হবে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ আজকের পত্রিকাকে বলেন, দুটি সেতু নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫