Ajker Patrika

টি-ব্যাগের ওপর ছবি আঁকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৯: ৫৭
টি-ব্যাগের  ওপর ছবি  আঁকো

ছোট মামার বন্ধু মুকিত এসেছেন বাসায়। ছাদে চায়ের আড্ডা চলছে। তিতলি স্নান সেরে ছবি আঁকার খাতা আর রং-তুলি নিয়ে ছাদে এল। মা তাকে হালকা রোদে বসতে বলেছেন। পাটি বিছিয়ে সে বসল ছবি আঁকতে।

মুকিত বললেন, ‘কী আঁকো তিতলি?’ তিতলি মাথা তুলে বলল, ‘লাল রঙের প্রজাপতি এঁকেছি, এখন রং করব মামা।’ চায়ের কাপ থেকে টি-ব্যাগ তুলতে তুলতে মুকিত বললেন, ‘তোমার পেনসিল ব্যাগে ছোট্ট কাঁচি আছে?’

তিতলি ব্যাগ থেকে কাঁচিটা বের করে দিল। মুকিত টি-ব্যাগের নিচের অংশ কেটে চা-পাতা বের করে গাছের গোড়ায় ছড়িয়ে দিলেন। এরপর টি-ব্যাগটা রোদে শুকাতে দিলেন।

তিতলি প্রশ্ন করল, ‘এই টি-ব্যাগ দিয়ে কী হবে মামা?’

মুকিত হেসে বললেন, ‘এই টি-ব্যাগটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর তার ওপর ছবি আঁকা যাবে। আবার তুমি চাইলে চা-পাতাসহই টি-ব্যাগ রোদে শুকিয়ে নিতে পারো। শুকানোর পর না হয় চা-পাতা বের করলে। এতে টি-ব্যাগের কাগজে চায়ের রং আসবে। তার ওপর ছবি আঁকবে।’

‘কোন রং দিয়ে ছবি আঁকব টি-ব্যাগের ওপর, তা শিখিয়ে দেবে?’ জানতে চাইল তিতলি।

মুকিত বললেন, ‘নিশ্চয়ই। টি-ব্যাগর ওপর ছবি আঁকার সময় অ্যাক্রিলিক রং ব্যবহার করবে। এরপর ভালো করে শুকিয়ে নিয়ো। আর টি-ব্যাগ কীভাবে ছবি আঁকার জন্য প্রস্তুত করবে তার দুই উপায় তো আগেই বলেছি তোমাকে।’

ছবি: সাদিত উজ জামান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত