নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহনে চলছে অঘোষিত ধর্মঘট। গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীর রাস্তায় কোনো গণপরিবহন চোখে পড়েনি। দুয়েকটি রুটে বিআরটিসির বাস নামলেও তাতে যাত্রীদের ভোগান্তি কমেনি। পূর্বঘোষণা অনুযায়ী রাস্তায় নামেনি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন না থাকায় ছুটির দিনে রাস্তায় বেরিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। বিআরটিসির কয়েকটি বাস পথে নামলেও চাহিদার তুলনায় তা ছিল নিতান্তই অপ্রতুল। হুড়োহুড়ি করে সেসব বাসে কিছু যাত্রী উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীকেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে বিকল্প উপায়ে। বাস না থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার কিংবা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলই ছিল শেষ ভরসা। কিন্তু সুযোগ বুঝে এসব যানবাহনেও আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিরাজুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘তেলের দাম বাড়ায় গণপরিবহন বন্ধ করে দিলেন মালিক-শ্রমিকেরা। ভোগান্তিতে পড়লাম সাধারণ যাত্রীরা। দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে। বাস বন্ধ থাকলে যাত্রীদের কতটা ভোগান্তি পোহাতে হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো ধারণাই নেই। সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবে না। সবাই আছে নিজের স্বার্থ নিয়ে।’
অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে রিকশাচালক রহিম আলী বলেন, ‘সব সময় তো আর এমন সুযোগ মেলে না। বাস বন্ধ থাকায় কিছু বেশি ভাড়া নিচ্ছি। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। অনেক যাত্রী ভাগাভাগি করে ভাড়া দিয়েও গন্তব্যে গেছেন।’
এদিকে তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের সারা দেশে ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।’
তেলের দাম বৃদ্ধির ফলে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সোমবার। এর আগ পর্যন্ত ভোগান্তিই হয়তো নগরবাসীর নিয়তি!
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহনে চলছে অঘোষিত ধর্মঘট। গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীর রাস্তায় কোনো গণপরিবহন চোখে পড়েনি। দুয়েকটি রুটে বিআরটিসির বাস নামলেও তাতে যাত্রীদের ভোগান্তি কমেনি। পূর্বঘোষণা অনুযায়ী রাস্তায় নামেনি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন না থাকায় ছুটির দিনে রাস্তায় বেরিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। বিআরটিসির কয়েকটি বাস পথে নামলেও চাহিদার তুলনায় তা ছিল নিতান্তই অপ্রতুল। হুড়োহুড়ি করে সেসব বাসে কিছু যাত্রী উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীকেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে বিকল্প উপায়ে। বাস না থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার কিংবা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলই ছিল শেষ ভরসা। কিন্তু সুযোগ বুঝে এসব যানবাহনেও আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিরাজুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘তেলের দাম বাড়ায় গণপরিবহন বন্ধ করে দিলেন মালিক-শ্রমিকেরা। ভোগান্তিতে পড়লাম সাধারণ যাত্রীরা। দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে। বাস বন্ধ থাকলে যাত্রীদের কতটা ভোগান্তি পোহাতে হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো ধারণাই নেই। সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবে না। সবাই আছে নিজের স্বার্থ নিয়ে।’
অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে রিকশাচালক রহিম আলী বলেন, ‘সব সময় তো আর এমন সুযোগ মেলে না। বাস বন্ধ থাকায় কিছু বেশি ভাড়া নিচ্ছি। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। অনেক যাত্রী ভাগাভাগি করে ভাড়া দিয়েও গন্তব্যে গেছেন।’
এদিকে তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের সারা দেশে ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।’
তেলের দাম বৃদ্ধির ফলে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সোমবার। এর আগ পর্যন্ত ভোগান্তিই হয়তো নগরবাসীর নিয়তি!
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫