Ajker Patrika

ওসির পর এবার ড্রাইভার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫১
ওসির পর এবার ড্রাইভার

মোশাররফ করিমের ক্যারিয়ারে গত বছর যুক্ত হয় নতুন পালক ‘মহানগর’। তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দুই বাংলায় আলোড়ন তোলেন মোশাররফ। মহানগরের পর মোশাররফ নিজেও যেন অনেকটা আত্মবিশ্বাস পেয়েছেন! তাই নাটকের তুলনায় ইদানীং সিনেমা ও ওয়েব সিরিজেই সময় দিচ্ছেন বেশি। সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের প্রস্তুতি চলছে।

এর মধ্যেই জানা গেল, আরেকটি ওয়েব সিরিজ আসছে মোশাররফ করিমের। প্রথম সিরিজে ওসি হারুন হয়ে সাফল্যের পর এবার চরিত্র বদলে হয়েছেন ড্রাইভার রফিক। থ্রিলার ঘরানার সিরিজটির নামও রাখা হয়েছে তাঁর চরিত্রকে কেন্দ্র করে। ‘ড্রাইভার’ নামের এ ওয়েব সিরিজ বানিয়েছেন ইফতেখার চৌধুরী। শুটিং, সম্পাদনাসহ যাবতীয় প্রস্তুতি শেষ। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘ড্রাইভার’ আসবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

শুরুতে ড্রাইভার ছিল ওয়েব ফিল্ম। কিন্তু পরে একে সিরিজে রূপান্তর করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, মোট ৩ পর্বে মুক্তি পাবে সিরিজটি।

‘ড্রাইভার’ ওয়েব সিরিজে মোশাররফের সঙ্গে আছেন মাহিয়া মাহি। এ দুই তারকা এবারই প্রথম এক হয়েছেন সিরিজটির মাধ্যমে। গত বছরের নভেম্বরে রাজধানীর অদূরে ধামরাইয়ে ‘ড্রাইভার’-এর শুটিংয়ে অংশ নেন তাঁরা।

এতে মোশাররফ ও মাহি ছাড়াও অভিনয় করার কথা ছিল সজলের। পরবর্তী সময়ে সজলের পরিবর্তে নেওয়া হয়েছে আরেফিন জিলানীকে। কিন্তু কেন সজল অভিনয় করেননি এতে? পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, শুটিংয়ের সময় সজলের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই তাঁর বিকল্প খুঁজতে হয়েছে।

‘ড্রাইভার’ ওয়েব সিরিজ নিয়ে কতটা আশাবাদী মোশাররফ করিম? তিনি বলেন, ‘গল্পটি খুব ভালো। যে চরিত্রে কাজ করেছি, তাতে অভিনয়ের পর্যাপ্ত সুযোগ ছিল। সবাই মন দিয়ে কাজ করেছেন। সব মিলে ভালো একটি সিরিজ দর্শকেরা দেখতে পাবেন, এটা নিশ্চিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত