Ajker Patrika

এলমাকে মারধরের কথা স্বীকার করেছেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৯
এলমাকে মারধরের কথা স্বীকার করেছেন স্বামী

সন্দেহের বশে স্ত্রী এলমা চৌধুরী মেঘলাকে মারধর করেছিলেন বলে স্বীকার করেছেন ইফতেখার আবেদীন। তবে হত্যার উদ্দেশ্যে স্ত্রীকে মারধর করেননি বলে দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে তাঁর স্বামী ইফতেখার এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শেষে ইফতেখারকে আজ রোববার আদালতে হাজির করা হবে।রিমান্ডে ইফতেখারের দেওয়া তথ্যের বরাত দিয়ে বনানী থানার ওসি নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে জানান, বিয়ের পর থেকেই ইফতেখার সন্দেহ করতেন, এলমার প্রেমিক আছে।

সন্দেহের বশেই তিনি এলমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। কারও সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দিতেন না। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও এলমাকে দেখা করতে নিষেধ করতেন ইফতেখার।

ওসি নূরে আযম মিয়া আরও জানান, রিমান্ডে ইফতেখার স্বীকার করেছেন, তিনি এলমাকে মারধর করেছেন। কিন্তু তিনি স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারধর করেননি বলেও দাবি করেন।

এদিকে এলমা হত্যা মামলার অন্য দুই আসামি এলমার শ্বশুর ও শাশুড়ি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিয়ের কিছুদিন পরই স্ত্রীকে রেখে কানাডায় যান ইফতেখার। তখন থেকেই সন্দেহের শুরু। আট মাস পর দেশে ফিরে গত মঙ্গলবার এলমাকে পিটিয়ে হত্যা করেন তিনি। সেদিন রাতেই ইফতেখার ও তাঁর বাবা-মাকে আসামি করে বনানী থানায় হত্যা মামলা দায়ের করে এলমার পরিবার।

এলমার সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ‘এলমার ওপরের ঠোঁটে কালচে জখম, নাকে আঘাতের চিহ্ন ও কালচে শিরা জখম রয়েছে। এ ছাড়া ঘাড়ে লম্বালম্বি কালচে জখম, গলার উপরিভাগে, থুতনিতে, পিঠের ডান পাশে, বাম পায়ের বুড়ো আঙুলে কালচে জখম। দুই পায়ের হাঁটুর নিচেও জখমের চিহ্ন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত