নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-নাটোর মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলমান আছে। একই সঙ্গে বিভিন্ন বাজার এলাকায় সড়কের দুই পাশে নালা নির্মাণের কাজ চলছে। এর ধারাবাহিকতায় ২০২১ সালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নালার নির্মাণকাজ শুরু হয়। কাজের মেয়াদ আছে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত। শুরুতে খোঁড়াখুঁড়ির কাজ জোরেশোরে চললেও বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
সামান্য বৃষ্টিতে সড়কে কাদার সৃষ্টি হচ্ছে। নির্মাণাধীন নালার ওপর মাচা দিয়ে চলাচল করছেন পথচারীসহ আশপাশের দোকান ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এভাবে চলাচলের সময়ে যেকোনো সময় ঢালাইয়ের রডের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো কাজের সময় আছে। বর্তমানে সেখানে পানি জমে থাকার কারণে কাজ বন্ধ আছে।
২০২১ সালের শুরুতে নালার গভীরতা ও প্রশস্ত কম থাকায় কাজে নির্মাণকাজে বাধা দেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ ছিল এ নালা নির্মাণ করা হলে তাতে পানি নিষ্কাশনতো দূরের কথা, আরও জলাবদ্ধতা বাড়বে। পরে জনসাধারণের দাবির মুখে ও পৌর মেয়রের প্রচেষ্টায় ৫ ফুট গভীর ও ৪ ফুট প্রশস্ত নালার নির্মাণকাজ শুরু হয়। এতে আশার আলো দেখতে পান এলাকাবাসী।
অল্প কিছু শ্রমিক দিয়ে এ কাজ চলতে থাকে। এখন বেশ কিছুদিন হলো ওই কাজ বন্ধ হয়ে আছে। অথচ জনগুরুত্বপূর্ণ কাজটি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ।
ভুক্তভোগীরা বলেন, কৈগাড়ী থেকে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পর্যন্ত রাস্তার পাশে বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, ব্যাংক, বিমাসহ বিভিন্ন অফিস এ সড়কের পাশে অবস্থিত। নির্মাণকাজের ধীরগতির কারণে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার হাজার হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।
কলেজপাড়ার বাসিন্দা শুভ মাস্টার বলেন, ‘ড্রেন নির্মাণকাজে তেমন কোনো অগ্রগতি নেই। আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল নিয়ে পাড়ায় ঢোকা যায় না। ভারী কোনো জিনিসপত্র বাজার থেকে আনতে হলে খুব বিপদে পড়তে হচ্ছে আমাদের।’
হোটেল ব্যবসায়ী আরব আলী বলেন, ‘একটু বৃষ্টি হলেই কাদামাটি রাস্তায় চলে আসায় গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। ড্রেনের ওপর যে মাচা করে আমরা চলাচল করছি তাঁতে দোকানের মালামাল ভেতর আনা ও বের করা খুব কঠিন। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।’
পথচারী আবু হানিফ বলেন, ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করতে না পারলে বর্ষায় এ রাস্তায় মানুষ চলাচল করতে পারবে না। আর ড্রেন ঢালাইয়ের রড যেভাবে বের হয়ে আছে তাতে এর ওপর মানুষ পরে গিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, ‘ড্রেন নির্মাণকাজটি করছে সড়ক ও জনপথ বিভাগ। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে দ্রুত কাজ শেষ করার জন্য আমি বারবার ঠিকাদারের লোকজনদের বলছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার রাসেল আহম্মেদ বলেন, ‘নির্মাণকাজ চলমান রয়েছে। ড্রেনে পানি জমার কারণে একটু দেরি হচ্ছে। অল্প শ্রমিক দিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, যেখানে যতজন শ্রমিক প্রয়োজন সেখানে ততজন শ্রমিক দেওয়া হচ্ছে।’
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ‘আগস্ট মাস পর্যন্ত কাজের মেয়াদ আছে। তবে যেহেতু জনসাধারণের দুর্ভোগ হচ্ছে, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলব ওই কাজ দ্রুত শেষ করার জন্য।’
বগুড়া-নাটোর মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলমান আছে। একই সঙ্গে বিভিন্ন বাজার এলাকায় সড়কের দুই পাশে নালা নির্মাণের কাজ চলছে। এর ধারাবাহিকতায় ২০২১ সালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নালার নির্মাণকাজ শুরু হয়। কাজের মেয়াদ আছে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত। শুরুতে খোঁড়াখুঁড়ির কাজ জোরেশোরে চললেও বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
সামান্য বৃষ্টিতে সড়কে কাদার সৃষ্টি হচ্ছে। নির্মাণাধীন নালার ওপর মাচা দিয়ে চলাচল করছেন পথচারীসহ আশপাশের দোকান ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এভাবে চলাচলের সময়ে যেকোনো সময় ঢালাইয়ের রডের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো কাজের সময় আছে। বর্তমানে সেখানে পানি জমে থাকার কারণে কাজ বন্ধ আছে।
২০২১ সালের শুরুতে নালার গভীরতা ও প্রশস্ত কম থাকায় কাজে নির্মাণকাজে বাধা দেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ ছিল এ নালা নির্মাণ করা হলে তাতে পানি নিষ্কাশনতো দূরের কথা, আরও জলাবদ্ধতা বাড়বে। পরে জনসাধারণের দাবির মুখে ও পৌর মেয়রের প্রচেষ্টায় ৫ ফুট গভীর ও ৪ ফুট প্রশস্ত নালার নির্মাণকাজ শুরু হয়। এতে আশার আলো দেখতে পান এলাকাবাসী।
অল্প কিছু শ্রমিক দিয়ে এ কাজ চলতে থাকে। এখন বেশ কিছুদিন হলো ওই কাজ বন্ধ হয়ে আছে। অথচ জনগুরুত্বপূর্ণ কাজটি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ।
ভুক্তভোগীরা বলেন, কৈগাড়ী থেকে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পর্যন্ত রাস্তার পাশে বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, ব্যাংক, বিমাসহ বিভিন্ন অফিস এ সড়কের পাশে অবস্থিত। নির্মাণকাজের ধীরগতির কারণে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার হাজার হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।
কলেজপাড়ার বাসিন্দা শুভ মাস্টার বলেন, ‘ড্রেন নির্মাণকাজে তেমন কোনো অগ্রগতি নেই। আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল নিয়ে পাড়ায় ঢোকা যায় না। ভারী কোনো জিনিসপত্র বাজার থেকে আনতে হলে খুব বিপদে পড়তে হচ্ছে আমাদের।’
হোটেল ব্যবসায়ী আরব আলী বলেন, ‘একটু বৃষ্টি হলেই কাদামাটি রাস্তায় চলে আসায় গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। ড্রেনের ওপর যে মাচা করে আমরা চলাচল করছি তাঁতে দোকানের মালামাল ভেতর আনা ও বের করা খুব কঠিন। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।’
পথচারী আবু হানিফ বলেন, ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করতে না পারলে বর্ষায় এ রাস্তায় মানুষ চলাচল করতে পারবে না। আর ড্রেন ঢালাইয়ের রড যেভাবে বের হয়ে আছে তাতে এর ওপর মানুষ পরে গিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, ‘ড্রেন নির্মাণকাজটি করছে সড়ক ও জনপথ বিভাগ। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে দ্রুত কাজ শেষ করার জন্য আমি বারবার ঠিকাদারের লোকজনদের বলছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার রাসেল আহম্মেদ বলেন, ‘নির্মাণকাজ চলমান রয়েছে। ড্রেনে পানি জমার কারণে একটু দেরি হচ্ছে। অল্প শ্রমিক দিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, যেখানে যতজন শ্রমিক প্রয়োজন সেখানে ততজন শ্রমিক দেওয়া হচ্ছে।’
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ‘আগস্ট মাস পর্যন্ত কাজের মেয়াদ আছে। তবে যেহেতু জনসাধারণের দুর্ভোগ হচ্ছে, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলব ওই কাজ দ্রুত শেষ করার জন্য।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫