Ajker Patrika

সুষ্ঠু ভোট গ্রহণের দাবি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
সুষ্ঠু ভোট গ্রহণের দাবি

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ ও নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থীর হুমকি-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন। গতকাল রোববার দুপুরে খলিফারহাট বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল আমিন, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, সোহরাব হোসেন রুবেলসহ অনেকে।

এদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু। তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কোনো নেতা-কর্মীকে আমরা হয়রানি করছি না। বরং তাঁর লোকজন আমার নির্বাচনী অফিস ভাঙচুর করছেন। আমার পথসভায় যাওয়ার পথে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়সহ সুষ্ঠু ভোটের দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দেওয়া হয়েছে।’

এ সময় মিজানুর রহমান অভিযোগ করেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দেলু আমাকে ও আমার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। এতে সমর্থকেরা প্রতিনিয়ত গ্রেপ্তার আতঙ্কে থাকেন। আমার নির্বাচনী অফিসসহ নেতা কর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখল করে নিবে বলেও সাধারণ ভোটারদের হুমকি–ধমকি দিচ্ছেন। কেন্দ্রে যেতে তাঁদের নিষেধ করছে তাঁর লোকজন। নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থীর এমন কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত