Ajker Patrika

নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৪
নির্বাচনী প্রচারে   বাধার অভিযোগ

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী গণসংযোগে বাধা, কর্মীদের মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে পাঁজিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ করেন।

জানা গেছে, পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুল সকালে মনোহরনগর-পাথরঘাটা এলাকায় গণসংযোগ করতে গেলে গণসংযোগ করতে বাধা আসে।

পাঁজিয়া ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দীন বলেন, আমার কোনো কর্মী বা সমর্থক এ ধরনের কোনো ঘটনা ঘটাননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন অভিযোগ পাওয়ার তথ্য দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ