Ajker Patrika

চাকরি সামলে বিসিএস ক্যাডার খুবির রাসেল

খুবি প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ৩৭
Thumbnail image

নিজের চাকরি সামলেও ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী রাসেল মুন্সী। তিনি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ৪০ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ১১৩তম হয়েছেন তিনি। বর্তমানে রাসেল মুন্সী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সেকশন অফিসার (গ্রেড-২) পদে কর্মরত রয়েছেন।

তার এ সফলতার গল্প জানতে চাইলে রাসেল মুন্সী বলেন, ‘আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে পড়ার সময় সমাজের অসহায়, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াসে ২০১৫ সালে “ চিরন্তন” নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করি। এরপর ২০১৫ সাল থেকে আজ অবধি মানুষের কল্যাণে চিরন্তন এর সদস্যরা কাজ করছে।

বিসিএস প্রস্তুতির ব্যাপারে রাসেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই বিসিএসের জন্য ধীরে ধীরে প্রস্তুতি শুরু করি। পত্রিকা ও ফেসবুকে বিভিন্ন বিসিএস ক্যাডারদের লেখা পড়তাম। আর নিজের প্রস্তুতি কৌশল সাজানোর চেষ্টা করতাম। অনার্সের শেষের দিকে এসে ওরাকলে ভর্তি হই এবং বিসিএস সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি নিতে থাকি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ও আমার মাস্টার্স প্রথম টার্মের পরীক্ষা একই সময়ে পড়ছিল। অনেক চাপের মধ্যেই বিসিএস প্রিলিমিনারিতে অংশ নিই আলহামদুলিল্লাহ সফল হই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত