Ajker Patrika

ডাবল সেঞ্চুরি পার করল কাঁচা মরিচের দাম

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬: ৩২
Thumbnail image

পাবনায় দুই দিনের ব্যবধানে ডাবল সেঞ্চুরি পার করেছে কাঁচা মরিচের দাম। জেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। দুই দিন আগে কেজি ছিল ১৬০ থেকে ১৮০ টাকা। এতে নিম্ন ও মধ্যবিত্তদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার চাটমোহর পৌর সদরের থানা বাজার ও নতুন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ কোথাও ২০০ টাকা, কোথাও ২১০ টাকা আবার কোথাও ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই উপজেলার হাটবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাজার করতে আসা বিলচল ইউনিয়নের আব্দুল করিম বলেন, দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন বাজারের সবজি দোকানি রব্বেল সরদার বলেন, হাটবাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ব্যবসায়ীরা বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়মিত তদারক করা হচ্ছে।

বাজারে অস্থিরতা সম্পকিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত