Ajker Patrika

ইউপি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২০
ইউপি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যোকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রোববার সকাল থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ মোটরযান আটকসহ ও বিভিন্ন চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে শতাধিক মোটরযান।

আটক ব্যক্তিরা হলেন, আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর তালিকাভুক্ত সদস্য ফয়সাল আমীন (৩২), মো. তারেক রহমানসহ (২১) তিনজন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে চেকপোস্টসহ যৌথ পেট্রল, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আমি নিজেই আজ (গতকাল) চারটি ইউনিয়নে গিয়েছি। ইউনিয়নগুলোতে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদিন পুলিশ সভা-সমাবেশ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত