Ajker Patrika

সড়ক অবরোধ করে বিক্ষোভ

মেহেরপুর ও মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১: ৪৪
Thumbnail image

মেহেরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আশরাফুল নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ভোরে একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যান মেহেরপুরের দিকে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবককে ধাক্কা দেয়। তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানচালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বন্ধ হয়ে যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের যান চলাচল। পরে পুলিশ এসে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা তাঁদের বোঝানোর পর এলাকাবাসী রাস্তা থেকে গাছের গুঁড়ি, ইটপাটকেল সরিয় নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কিন্তু পরিবার থেকে সমঝোতা করে লাশ নিয়ে যায়। ময়নাতদন্ত না করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২৪ মার্চ একই স্থানে দাঁড়ানো একটি পিকআপভ্যানে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক ও তাঁর সহাকারী।

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত: কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খয়েরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমেনা খাতুন উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গোরস্থানপাড়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খয়েরপুর নামক স্থানে রাস্তা পার হাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে আমেনা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত