হোসাইন আহমদ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সরদপুর সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটি ধসে পড়েছে। দুই মাস আগে সেতুর সংযোগ সড়কটি সংস্কার করা হয়। তবে সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত সংযোগ সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের মাধ্যমে গত দুই মাস আগে সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটির সংস্কারকাজ করা হয়। সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে যায়। এমনকি এই সেতুর সংযোগ সড়কের একটি পাশ হেলেও পড়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কটি দিয়ে ছোট যানবাহন থেকে শুরু করে বড় বাস, ট্রাক ও লরি ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর পশ্চিম পাড়ের সড়কটির একপাশ ভেঙে খালে দেবে গেছে। সংযোগ সড়কটি হেলেও পড়েছে। ফলে সেতুর একপাশ দিয়ে চলাচল করছে যানবাহনসহ সাধারণ মানুষ। এদিকে সেতু দিয়ে দিনে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও রাতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন যান চালকেরা।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে বাসচালক আরিফ আহমদ, নেছার আহমদ, সিএনজি অটোরিকশাচালক রিপন মিয়া, বিজন দাস জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন দুই লক্ষাধিক মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াত করে। অথচ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাঁদের।
বাসচালক নেছার আহমদ বলেন, ‘আমি প্রতিদিন সিলেট থেকে সুনামগঞ্জ চারবার বাস নিয়ে যাতায়াত করি। সদরপুর সেতুর পশ্চিম প্রান্তের অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
শান্তিগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, সদরপুর সেতুর পশ্চিম পাড়টি ধসে গেছে। যা চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে ধসে যাওয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে মারা গেছেন এক আরোহী। সেতুর ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের প্রয়োজন। না হলে ভালো অংশটুকুও ধসে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এতে জনদুর্ভোগ দ্বিগুণ হয়ে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সেতুর সংযোগ সড়কের অংশটি ইতিপূর্বে স্টিলের পিলার বসিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা দেবে গেছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। সপ্তাহের মধ্যে পরিদর্শন দল আসবে। আশা করছি, কাজটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।’
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সরদপুর সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটি ধসে পড়েছে। দুই মাস আগে সেতুর সংযোগ সড়কটি সংস্কার করা হয়। তবে সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত সংযোগ সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের মাধ্যমে গত দুই মাস আগে সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটির সংস্কারকাজ করা হয়। সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে যায়। এমনকি এই সেতুর সংযোগ সড়কের একটি পাশ হেলেও পড়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কটি দিয়ে ছোট যানবাহন থেকে শুরু করে বড় বাস, ট্রাক ও লরি ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর পশ্চিম পাড়ের সড়কটির একপাশ ভেঙে খালে দেবে গেছে। সংযোগ সড়কটি হেলেও পড়েছে। ফলে সেতুর একপাশ দিয়ে চলাচল করছে যানবাহনসহ সাধারণ মানুষ। এদিকে সেতু দিয়ে দিনে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও রাতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন যান চালকেরা।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে বাসচালক আরিফ আহমদ, নেছার আহমদ, সিএনজি অটোরিকশাচালক রিপন মিয়া, বিজন দাস জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন দুই লক্ষাধিক মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াত করে। অথচ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাঁদের।
বাসচালক নেছার আহমদ বলেন, ‘আমি প্রতিদিন সিলেট থেকে সুনামগঞ্জ চারবার বাস নিয়ে যাতায়াত করি। সদরপুর সেতুর পশ্চিম প্রান্তের অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
শান্তিগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, সদরপুর সেতুর পশ্চিম পাড়টি ধসে গেছে। যা চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে ধসে যাওয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে মারা গেছেন এক আরোহী। সেতুর ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের প্রয়োজন। না হলে ভালো অংশটুকুও ধসে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এতে জনদুর্ভোগ দ্বিগুণ হয়ে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সেতুর সংযোগ সড়কের অংশটি ইতিপূর্বে স্টিলের পিলার বসিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা দেবে গেছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। সপ্তাহের মধ্যে পরিদর্শন দল আসবে। আশা করছি, কাজটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫