নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা খুব ভালোভাবেই বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড। এখন পর্যন্ত সেমিফাইনালের ব্যাটনটা নিজেদের হাতেই রেখেছে কেন উইলিয়ামসনের দল। টিকে থাকার লড়াইয়ে নামিবিয়াকে নিউজিল্যান্ড হারিয়েছে ৫২ রানে।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১১১ রান তুলে থামে নামিবিয়া।
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরুটা ভালোই করেছিল। ৪৭ রানের জুটি গড়ে নামিবিয়াকে ভালো ভিত গড়ে দেন দুই ওপেনার স্টেফান বার্ড ও মাইকেল ফন লিনগেন। দলীয় ৪৭ রানে এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানেই থেমে যায় তারা।
এর আগে শারজায় আগে ব্যাট করতে নেমে ঝড় তুলতে পারেনি নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ১৮ ও ১৯ রান করে আউট হন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডেরিল মিচেল। অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরেন ২৮ রান করে। বেশি দূর যেতে পারেননি ডেভন কনওয়েও (১৭)। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে কিউইরা। তবে গ্লেন ফিলিপস ও জিমি নিশাম এরপর আর কোনো বিপদ হতে দেননি। ইনিংসের বাকিটা পার করে দেন এ দুজন। নিউজিল্যান্ড থামে ১৬৩ রানে। ফিলিপস ৩৯ ও নিশাম ৩৫ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে সেমির ভাগ্যটা নিজেদের হাতেই রাখল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণ ছাড়াই ভারতকে পেছনে ফেলে শেষ চারে চলে যাবে কিউইরা। তবে আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ সতর্ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘আফগানিস্তান সত্যিই দারুণ এক দল। এই টুর্নামেন্টে তারা খুব ভালো খেলছে। তাদের দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আমরা ম্যাচটির অপেক্ষায় আছি।’
নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা খুব ভালোভাবেই বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড। এখন পর্যন্ত সেমিফাইনালের ব্যাটনটা নিজেদের হাতেই রেখেছে কেন উইলিয়ামসনের দল। টিকে থাকার লড়াইয়ে নামিবিয়াকে নিউজিল্যান্ড হারিয়েছে ৫২ রানে।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১১১ রান তুলে থামে নামিবিয়া।
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরুটা ভালোই করেছিল। ৪৭ রানের জুটি গড়ে নামিবিয়াকে ভালো ভিত গড়ে দেন দুই ওপেনার স্টেফান বার্ড ও মাইকেল ফন লিনগেন। দলীয় ৪৭ রানে এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানেই থেমে যায় তারা।
এর আগে শারজায় আগে ব্যাট করতে নেমে ঝড় তুলতে পারেনি নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ১৮ ও ১৯ রান করে আউট হন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডেরিল মিচেল। অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরেন ২৮ রান করে। বেশি দূর যেতে পারেননি ডেভন কনওয়েও (১৭)। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে কিউইরা। তবে গ্লেন ফিলিপস ও জিমি নিশাম এরপর আর কোনো বিপদ হতে দেননি। ইনিংসের বাকিটা পার করে দেন এ দুজন। নিউজিল্যান্ড থামে ১৬৩ রানে। ফিলিপস ৩৯ ও নিশাম ৩৫ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে সেমির ভাগ্যটা নিজেদের হাতেই রাখল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণ ছাড়াই ভারতকে পেছনে ফেলে শেষ চারে চলে যাবে কিউইরা। তবে আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ সতর্ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘আফগানিস্তান সত্যিই দারুণ এক দল। এই টুর্নামেন্টে তারা খুব ভালো খেলছে। তাদের দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আমরা ম্যাচটির অপেক্ষায় আছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪