Ajker Patrika

ক্ষতিকর পোকা দমনে ‘সেক্স ফেরোমনে’ ভরসা কৃষকের

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪০
ক্ষতিকর পোকা দমনে ‘সেক্স ফেরোমনে’ ভরসা কৃষকের

ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সেক্স ফেরোমন পদ্ধতি।

জানা গেছে, উপজেলায় শাকসবজির চাষ বেশি হওয়ায় ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। খেতের ফসল রক্ষায় নানা ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার করেন চাষিরা। এতে নিরাপদ শাক সবজি পাওয়া যায় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষতিকর পোকামাকড় দমনে কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেছে। এসব পদ্ধতির মধ্যে অন্যতম সেক্স ফেরোমন বা যৌন ফাঁদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, সেক্স ফেরোমন দিয়ে পোকামাকড় দমন খুব সহজ। এতে ফসল বিষমুক্ত থাকে এবং খরচ কম হয়।

তিনি জানান, ক্ষতিকর স্ত্রী পোকা পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য এক ধরনের তরল পদার্থ নির্গত করে। ওই পদার্থের গন্ধে পুরুষ পোকারা আকৃষ্ট হয়। এ কারণে কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন আবিষ্কার করা হয়েছে। স্ত্রী পোকার নির্গত তরল পদার্থের মতো কৃত্রিম উপায়ে তৈরি শতগুণ গন্ধযুক্ত তরল পদার্থ একটি প্লাস্টিকের মাঝখানে ঝুলে রাখা হয়। প্লাস্টিকের পাত্রটির মাঝখানে দুই দিকে পোকা যাতায়াতের জন্য ত্রিকোণ আকৃতি করে কেটে দেওয়া হয়। নিচে দেওয়া হয় সাবান মিশ্রিত পানি। শাকসবজিসহ অন্যান্য ফসলের খেতে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা ফেরোমন ফাঁদ স্থাপন করা হয়ে থাকে।

কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন আরও জানান, গন্ধ পেয়ে পুরুষ পোকারা স্ত্রী পোকার খোঁজে ফেরোমন ফাঁদে প্রবেশ করে এবং একপর্যায়ে সাবান পানিতে পড়ে মারা যায়। এ ভাবেই ক্ষতিকর পোকার বংশবৃদ্ধি রোধ করে কীটনাশকমুক্ত শাকসবজি চাষাবাদে কৃষককে আগ্রহী করে তোলা হচ্ছে। এ জন্য ইউনিয়ন পর্যায়ে চালু করা হয়েছে কৃষক স্কুল। যেখানে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে পায়রাবন্দকে কীটনাশকমুক্ত সবজি চাষের মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত