Ajker Patrika

ছাত্রীর বাবাকে চাকু দিয়ে আঘাত, আসামি গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৪: ৪০
ছাত্রীর বাবাকে চাকু দিয়ে আঘাত, আসামি গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে ছুরিকাঘাত মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভিলেজ পাইকগাছা থেকে আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে সাহেব আলীর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বুধবার সকালে খাল থেকে ছাত্রীর বাবা টুকুকে আঘাত করা চাকুটি উদ্ধার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে টুকুকে ছুরিকাঘাতের দায় স্বীকার করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আসাদুজামান জানান, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যবসায়ী এস এম টুকুর (৩৭) বাড়ির সামনে গিয়ে ভিলেজ পাইকগাছা গ্রামের সাহেব আলী গাজীসহ (২৪) কয়েকজন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করেন। এ সময় টুকু তাদের বাধা দিলে পকেট থেকে চাকু বের করে তাঁর আঘাত করার চেষ্টা করেন সাহেব আলী। তখন টুকু হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তাঁর হাতে লেগে কেটে যায়।

এ ঘটনায় টুকু বাদী হয়ে ওইদিন সাহেব আলী গাজীসহ কয়েকজনের নামে থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছা থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আসাদুজামান আরও জানান, আসামি সাহেব আলী গাজী প্রাথমাক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি জানান যে, টুকুকে ছুরিকাঘাত করার পর চাকুটি পার্শ্ববর্তি খালে ফেলে দেয়া হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে গতকাল বুধবার সকালে খাল থেকে চাকুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে গতকাল বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত