Ajker Patrika

রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ০০
রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আজিজ গ্রুপের এ. এস. এম কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতায় কারখানার আশপাশের অনেকেই ঘর ছড়ে রাস্তায় চলে আসেন। গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করলেও তা নিয়ন্ত্রণে আসেনি।

রাসায়নিক কারখানার আগুনের লেলিহান শিখা আকাশের অনেক ওপরে উঠছে। একটু পর পর কারখানা থেকে বিকট আওয়াজ শোনা যাচ্ছে। উৎসুক জনতার ভিড় সামলাতে কাজ করছে শ্রীপুর থানা-পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কারখানার বাইরে থেকে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। এ সময় কারখানার ভেতর থাকা বাইরে বের হয়ে আসতে শুরু করেন। মুহূর্তের মধ্য কারখানার ভেতরের একটি ভবনে লাগা আগুনের লেলিহান শিখা আকাশর দিকে উঠতে থাকে। আগুনের ভয়াবহতায় আশপাশের বসতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাড়ি ঘর ছেড়ে রাস্তায় চলে আসেন। হাজারো মানুষ দূরে দাঁড়িয়ে আগুনের লেলিহান শিখা দেখতে থাকেন।

কারখানার কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে কাউকে কারখানার ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতের বিষয়েও কিছু জানাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে তিনি অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়। রাত আটটার পর থেকে আমিও ঘটনাস্থলে রয়েছি

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আ. হামিদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিট যোগ হয়ে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই কারখানার ভেতরে রয়েছি। সার্বিকভাবে আগুন নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত