Ajker Patrika

সমন্বিত টহলদারি চায় বিজিবি-বিএসএফ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০: ২১
Thumbnail image

সীমান্তে সমন্বিত টহলদারিকে গুরুত্ব দিচ্ছেন ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বিএসএফের আইজি এবং বিজিবির আঞ্চলিক কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বিজিবির উত্তর পশ্চিম জোন রংপুর ও দক্ষিণ পশ্চিম জোন যশোর এবং বিএসএফের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও গোয়াহাটি ফ্রন্টিয়ারের মধ্যে গতকালই শেষ হলো চার দিনের এই সমন্বয় বৈঠক।

বৈঠকে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী। ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ ছাড়াও ছয় বিজিবি কর্মকর্তা ও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি অনুরাগ গর্গ। এ ছাড়া উত্তরবঙ্গের আইজি রবি গান্ধী, গোয়াহাটির আইজি সঞ্জয় সিং গেহলট-সহ মোট ১০ প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

সীমান্ত সম্মেলনে ভারত ও বাংলাদেশের দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার উন্নতি এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থে সীমান্তসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়। চোরাচালানবিরোধী অভিযান, সমলয় হয়ে সমন্বিত টহল বা যৌথ টহল, সীমান্ত বেড়া লঙ্ঘন, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা লঙ্ঘন রোধের ব্যবস্থা, অবৈধ চলাচল ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর।

বৈঠকে সীমান্ত এলাকায় অবকাঠামো এবং উন্নয়নমূলক কাজসংক্রান্ত বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই সমন্বিত বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেছেন।

উভয় সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ইত্যাদির বিরুদ্ধে একটি কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা আনতে সব ক্ষেত্রে তথ্যের আদান-প্রদান এবং সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত