Ajker Patrika

পরিবারের সঙ্গে মন খুলে কথা বলুন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৩: ৫৭
পরিবারের সঙ্গে মন খুলে কথা বলুন

প্রশ্ন: আমার বয়স ২২ বছর। কেন জানি না, আমি সবকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছি। পড়ালেখায় আমার মনোযোগ কম। পরীক্ষা এলে আমার খুব ভয় কাজ করে। রাতে ঠিকঠাক ঘুম হয় না। পরীক্ষা নিয়ে ভীতি কাজ করছে বেশ কয়েক বছর ধরে। আমি অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার এ সমস্যা আগে ছিল না।

কিন্তু আমার সাবেক প্রেমিক আমাকে নিয়ে প্রায় সময় বুলিং করত। তার ধারণা ছিল, আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তার একের পর এক অপমানের পর সম্পর্কটা ভেঙে যায়। এরপর থেকে আমার এ অবস্থা। আমি আবার পড়ালেখায় মনোযোগ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হতে চাই। আমি চাই, আমার নতুন নতুন বন্ধু হোক। জীবনটাকে সুন্দর করে ভাবতে চাই। কিন্তু সেটা কীভাবে সম্ভব?

–নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার

পরামর্শ: আপনার আগের প্রেমের সম্পর্কের কিছু বিষয় এখনো আপনাকে কষ্ট দিচ্ছে। এটি প্রাত্যহিক জীবনে সমস্যা সৃষ্টি করছে। বিষয়টি আপনি লক্ষ করেছেন এবং সমস্যা থেকে বের হয়ে নতুন করে জীবনকে সাজাতে চাইছেন। এটা আপনার ভালো একটা দিক। সুযোগ থাকলে আপনার পরিবার বা স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন কোনো ব্যক্তিকে আপনার সমস্যার কথা বলতে পারেন। আর বলার মতো, অর্থাৎ শেয়ার করার মতো কেউ না থাকলে ডায়েরি বা খাতায় লিখে রাখতে পারেন।

পরীক্ষা নিয়ে ভয় এবং পুরোনো কথা আপনি ভুলতে পারছেন না। সে ক্ষেত্রে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন। আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। আমি মা-বাবার অনেক আদরের সন্তান। আগে বই পড়ে সময় কাটাতাম। এখন বই পড়তে ভালো লাগে না। আমার সমস্যার কথা মা-বাবাকে বলতে ইচ্ছে করে না। তাঁরা অনেক বেশি দুশ্চিন্তা করবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালে একজনকে ভালোবাসতাম। সে ছিল অন্য এক বিভাগের ছাত্র। আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছরের। কয়েক মাস আগে মনোমালিন্যের কারণে তার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। আমি এতে মানসিকভাবে ভেঙে পড়ি। আর নিজেকে সবকিছু থেকে গুটিয়ে ফেলি। সম্পর্ক ভাঙার পর থেকে আমার মধ্যে এ সমস্যা দেখা দেয়। আমি কোনোভাবেই আগের মতো স্বাভাবিক হতে পারছি না। আমার খারাপ লাগছে, আমি যাকে এত ভালোবেসে ছিলাম, সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে। আর আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। এখন আমার কী করা উচিত?

–নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা

 পরামর্শ: আগের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে বর্তমানে আপনি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। পরিবারের কারও সঙ্গে কোনো বিষয়ে শেয়ার করতে চান না। নিজেকে গুটিয়ে ফেলছেন। চমৎকার করে আপনার এ বিষয়টি আপনি গুছিয়ে লিখেছেন। সময় ও সুযোগ থাকলে কিছু হালকা ব্যায়াম শুরু করতে পারেন। পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন। পুরোনো সমস্যা থেকে বের হয়ে আসতে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের  সহায়তা নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন নাঈমা ইসলাম অন্তরা, সাইকোলজিস্ট ও ট্রেইনার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

News Hub