Ajker Patrika

পানিতে ধান নষ্ট হওয়ার শঙ্কা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৪৮
পানিতে ধান নষ্ট হওয়ার শঙ্কা

দেশের বিভিন্ন ‍জায়গায় ধান কাটা শুরু হলেও দিনাজপুর জেলায় কিছুটা দেরিতেই শুরু হয়। এরই মধ্যে আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। এ ছাড়া পোকার আক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও শেষ সময়ে বৃষ্টির কারণে ধান কাটতে বেকায়দায় পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, পুরোপুরি ধান কাটা শুরু হওয়ার আগে পানি শুকিয়ে যাবে।

জানা যায়, দিনাজপুরের হিলি-হাকিমপুরে প্রায় ৮ হাজার ১২৬ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে কিছু আগাম জাতের ধান কাটা হয়েছে। কৃষকেরা সব ধান ভালোভাবে ঘরে তুলতে চান। কিন্তু এবার অসময়ে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন কৃষকেরা। গত বছর আমন কাটার পর মাঠে শুকানোর জন্য কয়েক দিন রেখেছিলেন, এবার সে সুযোগ পাবেন না। হিলির বৈগ্রাম মাঠের কৃষক মশিউর রহমান জানান, ধান নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। কয়েক দিন পর শুরু হবে ধান কাটা, মাঠে পানি রয়েছে, পানি না শুকালে অনেক কৃষক সময়মতো ধান কাটতে পারবেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা জানান, বর্তমানে পোকার আক্রম অনেকটা কমে এসেছে। আবহাওয়া শীতল হওয়া এবং বৃষ্টিপাতের কারণে পোকার আক্রমণ কমেছে। এবার হিলি-হাকিমপুরে ধানের ফলনও ভালো। আগাম জাতের কিছু ধান কাটা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত