Ajker Patrika

শপথের আগেই এক ইউপি সদস্যের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ১৫
শপথের আগেই এক ইউপি সদস্যের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন মুরাদ মিজি। কিন্তু বিজয়ের এক দিন পরই তাঁর বাড়িতে বইছে শোকের মাতম। এক দিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ; এক রাতের ব্যবধানেই তা হয়ে গেল ম্লান, নেমে এসেছে শোকের ছায়া।

গত শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এই ওয়ার্ডে উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনো গেজেট প্রকাশ হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাঁকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি। এমন আকস্মিক মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় বইছে শোকের ছায়া।

গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

জানা গেছে, এর আগে তিনবার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবারই প্রথম জয়লাভ করেছিলেন তিনি। জয়ের পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত