Ajker Patrika

সাভারে ডাকাতির গরু নারায়ণগঞ্জে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
সাভারে ডাকাতির গরু নারায়ণগঞ্জে উদ্ধার

সাভারে ডাকাতি হওয়া ৬টি গরু নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গরুগুলো ডিবি পুলিশ নিজেরাই ভুক্তভোগী মালিকের বাড়ি পৌঁছে দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেলোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি ইয়াসিন মুন্সী। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার দেলোয়ার হোসেন (৩৫), ঘাটাইল থানার হ‌ুমায়ূন কবির (৩৪), হালিম মিয়া (২৮), নাটোরের গুরুদাসপুর থানার সুমন মুন্সী (২০), ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলী হোসেন (৫৬), নারায়ণগঞ্জের বন্দর থানার মোসলেউদ্দিন (৫২) ও সবুজ মিয়া (৩৩)

ডিবি পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ভোর রাতে সাভারের হেমায়েতপুরে ঝাউচর এলাকার আশরাফুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ ৭টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশরাফুল ইসলামের স্ত্রী দোলন চাপা আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

ডিবি পুলিশ ঢাকা জেলা উত্তরের পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত