Ajker Patrika

প্রতিমা তৈরি শেষ চলছে সাজসজ্জা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৩০
প্রতিমা তৈরি শেষ চলছে সাজসজ্জা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে সাজসজ্জার কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগরেরা।

এ বছর উপজেলার ৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজায় শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব।

রামধন আচার্য (৪৫) নামের এক কারিগর বলেন, ‘আমার বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল গ্রামে। গত বছর করোনার কারণে আমাদের কাজ কম ছিল। তাই আয়ও কম হয়েছে। কিন্তু এ বছর প্রতিমা বেশি বানাচ্ছি। গত বছরের চেয়ে ইনকামটা এবার ভালো হবে। একটা পূজার প্রতিমা তৈরিতে ৪০ হাজার টাকা নিই। সময় লাগে ১০ থেকে ১২ দিন।’

আরেক কারিগর ঠাকুরধন আচার্য (৩৫) বলেন, ‘কাজ প্রায় শেষের দিকে। এখন প্রতিমায় রং করছি। আমি পাঁচ জায়গায় কাজ করছি। গত বছর তেমন কাজ ছিল না। এবার কাজের চাপ বেশি। তাই রাত-দিন কাজ করতে হচ্ছে। কিন্তু এবার প্রতিমা তৈরির মালামালের দাম প্রায় দ্বিগুণ।’

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল বলেন, ‘পূজা যেন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, সেই লক্ষ্যে উপজেলার ৪৯টি মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। কোথাও কোনো সমস্যা আছে কি না জানতে চেষ্টা করেছি। আশা করি, কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে এবারের শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত