Ajker Patrika

জাতীয় সমবায় দিবসে নানা কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ২৮
জাতীয় সমবায় দিবসে নানা কর্মসূচি

গতকাল শনিবার কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ইত্যাদির আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

কুমারখালী (কুষ্টিয়া) : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী নেতাদের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা করা হয়।

দিবসটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমবায় কর্মকর্তা সাঈদ হাসান প্রমুখ।

শৈলকুপা (ঝিনাইদহ): ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস–২০২১ উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত