Ajker Patrika

নায়িকা শাহনূর এবার সহকারী পরিচালক

নায়িকা শাহনূর এবার  সহকারী পরিচালক

অভিনয়ে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার চিত্রনায়িকা শাহনূরের। ১৯৯৯ সালে ‘ফাঁসির আদেশ’ দিয়ে বাংলা সিনেমায় অভিনয় শুরু করেন। ‘জিদ্দি সন্তান’, ‘সাহসী মানুষ চাই’, ‘কারাগার’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’সহ অনেক সিনেমার অভিনেত্রী শাহনূর এবার অন্য ভূমিকায়। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

জানা গেছে, কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমার শুটিং। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতাসহ অনেকে। শাহনূরও অভিনয়ে আছেন। পাশাপাশি কাজ করছেন পরিচালক ছটকু আহমেদের সহকারী হিসেবে। বিষয়টি নিয়ে শাহনূর বলেন, ‘আগে ছটকু স্যারের দুটি সিনেমায় অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজ করার সময় মনে হয়েছে, আমি যদি তাঁর সহকারী পরিচালক হওয়ার সুযোগ পেতাম! এই ইচ্ছার কথা জানানোর সঙ্গে সঙ্গে স্যার রাজি হয়েছেন।’

এর আগে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নাটক প্রযোজনা করেছেন শাহনূর। তাঁর ইচ্ছা চলচ্চিত্র পরিচালনার। সে কারণেই সহকারী পরিচালক হয়ে হাত পাকাচ্ছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ছটকু আহমেদ বলেন, ‘শাহনূর মেধাবী অভিনেত্রী। পরিচালনার দিকেও তার মনোযোগ আছে। আগেও আমার সহকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে আমার শারীরিক অসুস্থতার কারণে শাহনূরকে অপেক্ষা করতে বলেছিলাম। এবার যখন তাকে অভিনয়ের প্রস্তাব দিই, তখন সে সহকারী হওয়ার কথা পুনরায় মনে করিয়ে দেয়। তাই শাহনূরকে সুযোগটা করে দিলাম।’

এদিকে শুক্রবার মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’। এ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয় করেছেন শাহনূর। এ ছাড়া ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে নিয়মিতভাবে নানা রকম সামাজিক কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত